নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর বেলাবতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে চর উজিলাব ইউনিয়নের দেওয়ানের চর উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও বেলাব-মনোহরদীর ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাদির ভূইয়া জুয়েল।
দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে প্রায় দুই হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। মেডিসিন, শিশু, গাইনি, অর্থোপেডিক, যৌন ও চর্মরোগসহ বিভিন্ন বিভাগের প্রায় ২৫ জন চিকিৎসক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেবা প্রদান করেন।
উদ্বোধনী বক্তব্যে আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেন, গ্রামীণ জনপদের মানুষকে স্বাস্থ্যসেবায় সচেতন করতে এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের মেডিকেল ক্যাম্প বেলাব-মনোহরদীর প্রতিটি ইউনিয়নে অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে দেশের প্রতিটি মানুষকে আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে।
ফ্রি চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকাবাসী। এ উদ্যোগ সর্বত্র প্রশংসিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2025 দৈনিক গুপ্তচর. All rights reserved.