1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Title :
বেলাব থানায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক, নগদ টাকাসহ গ্রেফতার সাত। হাইকোর্টে বৈধ হলো নরসিংদী-৪ আসনে বাংলাদেশ কংগ্রেস প্রার্থীর মনোনয়ন। রায়পুরায় তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার, ইয়াবাসহ মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার। নরসিংদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থীর ওপর মবের চেষ্টা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! নরসিংদীতে ডিবির জালে মাদক চক্র: ১৪ কেজি গাঁজা ও অবৈধ সিএনজি জব্দ। দেড় বছরেও হয়নি বেলাব উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি, লক্ষ লক্ষ টাকা লোপাট! নরসিংদীতে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত। নরসিংদীতে ডিবির অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বেলাব থানায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর বেলাব থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বেলাব থানায় কর্মরত এসআই (নিঃ) ফজলুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ২৩টা ১০ মিনিটে বেলাব থানাধীন চর ছায়েট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় চর ছায়েট সাকিনস্থ পিবিএল ইটভাটার পশ্চিম পাশে জনৈক জীবন চন্দ্র বর্মনের সেলুনের সামনে পাকা রাস্তার উপর থেকে জাকির হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির হোসেন মৃত আজব আলী ওরফে আজম আলীর ছেলে এবং চর ছায়েট গ্রামের বাসিন্দা।
অন্যদিকে একই দিন দিবাকালীন মোবাইল-৬০ ডিউটি চলাকালে বেলাব থানার এসআই (নিরস্ত্র) মো. এনায়েত করিম সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-সিলেট মহাসড়ক ও বেলাব থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। বিকেল আনুমানিক ৬টা ৫০ মিনিটে বেলাব থানাধীন দড়িকান্দি বাসস্ট্যান্ড মসজিদ সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে পাকা রাস্তার উপর থেকে জিসান (১৮) নামে এক যুবককে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত জিসান শাহজাহানের ছেলে এবং চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পিয়ালীমারী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামীর বিরুদ্ধে বেলাব থানায় পৃথকভাবে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বেলাব থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host