গুপ্তচর ডেস্ক:মনোহরদীতে রাত্রে দুই সন্তানের জননীর সাথে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা খাওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়,
চালাক চর ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিমন প্রধান ২ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সিদ্দিক হোসেনের ছেলে ।একই ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান সিরাজ উদ্দিন এর ছেলে বাচ্চু মিয়ার স্ত্রী মোছাম্মৎ সোমা আক্তার এক মেয়ে ও এক ছেলের জননীর সাথে দীর্ঘদিন পরকীয়া করে আসছিল। এসব বিষয় নিয়ে এলাকায় প্রায় কানাঘুষা হতো।অবশেষে অপকর্ম করতে গিয়ে ধরা খান সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা।
৯ ফেব্রুয়ারি (শুক্রবার) ওই মহিলার বাড়ির পাশে একটা ওয়াজ মাহফিল চলছিলো। রাত ৮টার দিকে রিমন প্রধান ওই মহিলার ঘরে ঢুকার কিছু ক্ষন পর এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে ফেলে এবং তাকে গনধোলাই দিয়ে আটক করে রাখে।
এ নিয়ে এলাকায় তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় বইছে।সে দীর্ঘদিন ধরে তার দলীয় পদের ক্ষমতা বলে এলাকায় এসব অপকর্ম করে আসছিল বলেও একাধিক ব্যক্তি জানান। তার উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2025 দৈনিক গুপ্তচর. All rights reserved.