 
     মনোহরদী প্রতিনিধি :
মনোহরদী প্রতিনিধি :
নরসিংদীর মনোহরদী উপজেলায় এক সাংবাদিকের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। হামলার শিকার হয়েছেন মনোহরদী উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল।
শাকিল জানান, তিনি নিহত হাফেজ আবুল কালামের স্ত্রীর কাছে আমেরিকা প্রবাসী বোনের পাঠানো কিছু অর্থ পৌঁছে দিতে গিয়েছিলেন। এ সময় হাররদিয়া গ্রামের চিহ্নিত মাদকসেবী ও চাঁদাবাজ মোঃ আব্দুল জব্বারের নেতৃত্বে ৬-৭ জন যুবক তার উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে রক্তাক্ত জখম করে এবং জোরপূর্বক একটি গাড়িতে উঠিয়ে অপহরণ ও গুমের চেষ্টা করে।
চিৎকার শুনে আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। তখন সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলাকারীরা নিহত হাফেজ আবুল কালামের ইয়াতিম সন্তানদের জন্য প্রবাস থেকে পাঠানো ৩ লক্ষ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।
তিনি আরো বলেন, অভিযুক্ত আঃ জব্বার এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। সে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা না নেয়ায় সে দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে।
ঘটনার পর সাংবাদিক কাজী শরীফুল ইসলাম শাকিল মনোহরদী থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। তিনি দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2025 দৈনিক গুপ্তচর. All rights reserved.