
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা থানা এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকালে নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুকের দিকনির্দেশনায় এবং রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, সকাল ৯টা ২০ মিনিটের দিকে রায়পুরা থানাধীন শ্রীরামপুর এলাকায় শ্রীরামপুর রেলগেইট মাছ বাজারসংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী হারুন মিয়া (৪৮) কে গ্রেপ্তার করা হয়। তিনি জাহাঙ্গীরনগর এলাকার বাসিন্দা এবং মৃত ফজর আলীর পুত্র।
গ্রেপ্তারের সময় হারুন মিয়ার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের পালসার মোটরসাইকেল এবং একটি রেডমি ও একটি ভিভো ওয়াই১৯এস মডেলের মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হারুন মিয়ার বিরুদ্ধে দুইটি হত্যা মামলা, একটি পুলিশ অ্যাসল্ট মামলাসহ বিভিন্ন অপরাধে মোট ১২টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply