আসাদুজ্জামান বাদল:
রায়পুরার মরজাল ইউনিয়নের ভূমি কর্মকর্তা আবুল ফাইয়াজের কোটি কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। সরকারি চাকরিতে ১১ তম গ্রেডের এই কর্মকর্তা সর্বসাকুল্যে বেতন ৩২ হাজার টাকার মত। কিন্তু তিনি ভেলানগর বসবাস করেন বহুতল ছয়তলা বিলাসবহুল ভবনে। যার নির্মাণ ব্যয় প্রায় তিন কোটি টাকা। জমির মূল্য প্রায় তিন কোটি টাকা। যে বাড়ির মালিক তিনি নিজেই।
শুধু তাই নয় বিশ্বস্ত সূত্রে জানা যায়,চিনিশপুরে কর্মরত থাকাকালীন বিভিন্ন অজুহাতে মানুষের কাছ থেকে অবৈধ ঘুষ নিয়ে তিনি ভেলানগর অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। আত্মীয়-স্বজনের নামে রয়েছে একাধিক প্লট এবং কোটি কোটি নগদ টাকা। তার স্ত্রী রয়েছে প্রায় ৩০ ভরি স্বর্ণ অলংকার। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। শুধু তাই নয় দুই মেয়েকে পড়াচ্ছেন নরসিংদীর সবচেয়ে ব্যয়বহুল শিক্ষা প্রতিষ্ঠানে।
অবৈধ এই সম্পদের পাহাড় গড়ার জন্য বিভিন্ন অভিযোগে বিগত সরকারের সময় দুদকের জালে আটকা পড়েন তিনি। কিন্তু বিপুল পরিমাণে অর্থ দিয়ে সেখান থেকে নিরাপদে সরে আসেন। তার বিষয়ে বিস্তারিত থাকবে দ্বিতীয় পর্বে,,,,,
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2025 দৈনিক গুপ্তচর. All rights reserved.