নিজস্ব প্রতিবেদক:
শিবপুরের ডাকাত সরদার আজিজুর রহমান ওরফে আজী বৈরাগী (৩২) একটি বিদেশী অস্ত্র সহ গ্রেফতার এবং লণ্ঠিত মালামাল উদ্ধার করার তথ্য পাওয়া গেছে। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায় ,শিবপুর মডেল থানার মামলা নাম্বার ১(১১)২৪ ধারা ৩৯৫/ ৩৯৭ পেনাল কোড ডাকাত সর্দার আজিজুর রহমান ওরফে আজি বৈরাগী (৩২) শিবপুর সৃষ্টিগড় গ্রামের জয়নাল আবেদীন বৈরাগীর ছেলে। আজী বৈরাগী কে সৃষ্টঘর এলাকা থেকে আজ ২১ ডিসেম্বর ( শনিবার) রাত ১ঃ৩৫ মিনিটে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইনের নেতৃত্বে,তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন। তার দেয়া তথ্য সনাক্ত মতে তার নিজ বাড়ি থেকে উল্লেখিত মামলায় লুন্ঠিত ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার করা হয় । তার আস্তানা তার টং দোকানের দক্ষিণ পূর্ব কোণের অত্যন্ত সুরক্ষিত স্থান হইতে একটি বিদেশী ৭.৬৫ পিস্তল ম্যাগাজিন সহ উদ্ধার করা হয় । তার নামে ইতিপূর্বে একাধিক ডাকাতি, খুনসহ এবংপ্রকাশ্যে মার্ডার করার জনশ্রুতি আছে । কিন্তু প্রাননাশের ভয়ে তার বিরুদ্ধে কেহই মামলা করার সাহস পায়না। অত্র উদ্ধার সংক্রান্তে মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2025 দৈনিক গুপ্তচর. All rights reserved.