গুপ্তচর ডেস্ক:
নরসিংদীর শিবপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) তথ্যের ভিত্তিতে ডিবি অভিযান চালিয়ে ভারতীয় ভেজাল বাজাজ মবিল প্রস্তুতকারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
২৬ ডিসেম্বর( বৃহস্পতিবার) রাত দশটা থেকে এই অভিযান পরিচালনা শুরু হয়।
অবৈধ ভারতীয় মবিল ব্যবসায়ী জিয়াবুর রহমান (৩৮) , চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালামিয়া পাড়া এলাকার মৃত কবির আহমেদের ছেলে। শিবপুরের কামারগাঁও কান্দাপাড়া এলাকার মোরগ ব্যবসায়ী মোঃ বাবুল মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থেকে প্রায় ০২ বছর যাবৎ ব্যবসা করে আসছিলো। সে নরসিংদীর আশেপাশের বিভিন্ন জায়গায় অবৈধ নকল ভারতীয় বাজাজ মবিলের ডিলারও নিয়োগ দিয়েছে। দুটি রুমে ভাড়া নিয়ে সে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ সময় তার কাছে মবিল প্রস্তুত করার কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এখান থেকে উদ্ধারকৃত মবিলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮-১০ লাখ টাকা। মবিলে লাল রং মিশিয়ে সেটাকে কালার করে বাজারজাত করতো এই অবৈধ ব্যবসায়ী। এ ধরনের অবৈধ ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সচেতন মানুষ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2025 দৈনিক গুপ্তচর. All rights reserved.