গুপ্তচর ডেস্ক:
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব চলছে।এই উপলক্ষে বিভিন্ন মন্দিরে প্রতিমা নির্মাণ করা হয়েছে।সব পূজা মণ্ডবে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা।কিন্তু তারপরও একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেল শিবপুরে।শিবপুরে প্রতিমা ভাঙচুরের তথ্য পাওয়া গেছে।এ ঘটনায় গ্রেফতার হয়েছে একজন।
জানা যায়, শিবপুরে প্রতিমার কাছ থেকে ময়ূরপুচ্ছ ভেঙ্গে নেওয়ার সময় মনির হোসেন (৪০) নামে একজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে । এসময় স্থানীয় হিন্দু ধর্মালম্বীরা তাকে ময়ূরপুচ্ছ নিতে বাঁধা দিলে সে তার হাত দিয়ে মোচরে দূর্গা প্রতিমার সাথে থাকা অসুরের প্রতিমার হাত ভাঙ্গার চেষ্টা করে। এতে অসুর প্রতিমার হাতে বড় একটি ফাঁটলের সৃষ্টি হয়।
বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে নয়টা থেকে ১০ টার মধ্যে কোন এক সময় উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটি চিনাদী গ্রামের ভিটি চিনাদী সার্বজনীন দূর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।আটককৃত ব্যক্তি একই উপজেলার একই গ্রামের মিশু মিয়ার ছেলে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র বর্মণ জানান, গতকাল রাতেই প্রতিমা তৈরির কাজ শেষ হওয়ায় সমস্ত রাত আমরা প্রতিমা পাহাড়া দিয়েছি। সকালে নাস্তা করার জন্য নয়টার দিকে বাড়িতে গেলে আমার কাছে প্রতিমা ভাঙ্গার খবর আসে। পরে আমি সেখানে দৌঁড়ে যায়। সেখানে গিয়ে দেখতে পাই দূর্গা প্রতিমার সাথে থাকা অসুর প্রতিমার হাতে বড় ফটল আর কার্তিক প্রতিমার বাহন ময়ূরের ময়ূরপুচ্ছ ছেঁড়া। তিনিই যে প্রতিমা ভেঙ্গেছে তা কেউ দেখেছে কি না..? এমন প্রশ্নের জবাবে দিলিপ বলেন, ময়ূরপুচ্ছ গুলো ভেঙ্গে নিয়ে যাওয়ার সময় আমার কোষাধ্যক্ষ মঙ্গল বর্মন তাকে জিজ্ঞেসা করে এগুলো তিনি কেন ভেঙ্গে এনেছেন, উত্তরে মনির জবাব দেন,'এনেছি ভালো করেছি, আমার লাগবে এগুলো' বলে তিনি চলে যান।
শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিল্পব চক্রবর্তী জানান, সকাল সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে মনির হোসেন মন্দিরে ঢুকে দূর্গা প্রতিমার সাথে থাকা অসুর প্রতিমার হাত ফাটিয়ে কার্তিক প্রতিমার ময়ূরপুচ্ছ ভেঙ্গে নিয়ে যায়। পরে গ্রাম পুলিশের সহযোগিতায় আমরা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করি।
দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা জানান, ঘটনাস্থলে এসে জানতে পারি মানসিক ভারসাম্যহীন মনির নামে এক ব্যক্তি প্রতিমার সাথে থাকা ময়ূরপুচ্ছ আনতে সেখানে যায়। পরে স্থানীয় হিন্দুধর্মালম্বীরা তাকে এগুলো নিতে বাঁধা দিলে তার দেওয়া আঘাতে একটি প্রতিমার হতে ফাঁটল ধরে। পরে আমি ও স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করি।
শিবপুর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার বলেন, প্রতিমা তো ভাঙ্গে নাই, সে ময়ূরপুচ্ছ আনতে সেখানে গিয়েছিলো। এসময় ময়ূরপুচ্ছ ছেঁড়ার সময় তার আঘাতে একটি প্রতিমার হাত হালকা ফেটে গেছে। তাকে আমরা গ্রেপ্তার করেছি।এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. সজিব বলেন, আমি ঘটনাস্থলেই আছি। সেখানে একটা ময়ূর ছিলো, ময়ূরপুচ্ছটা মানসিক ভারসাম্যহীন একজন এটা নিয়ে গেছে। এমন কোন ভাংচুরের বিষয় সেখানে নাই।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2025 দৈনিক গুপ্তচর. All rights reserved.