মোঃ আলম মৃধা:
নরসিংদীর শিবপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ইটাখোলা-শিবপুর সড়কের ডিসি রোড এলাকায় দীর্ঘদিন যাবত পৌরসভার ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে শিবপুরে যানবাহনে পথচারী ও এলাকাবাসীর জনজীবন, নিত্যদিন এই দূর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
ইস্কুলের ছাত্র-ছাত্রীরা নিত্যদিন এই পথ দিয়ে যাওয়া আসা করে এই দূর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরও। নাক চেপে ধরে এসব এলাকায় পথ চলতে হয় পথচারিদের। দম বন্ধ হওয়ার উপক্রম আবার নাক ছাড়লেই দুর্গন্ধে যেন পেট ফেঁপে যায়। এমন মন্তব্য প্রকাশ করেন, হাজারো শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। নাকে কাপড় দিয়ে পার হতে হয় এই ভয়ংকর দুর্গন্ধের এই জায়গা। এভাবে ময়লা আবর্জনা জমতে থাকলে ডেঙ্গু রোগের ভয়াবহ আকার ধারণ করতে পারে ব্যাপক হারে। পর্যাপ্ত ময়লা আবর্জনায় মশার ভয়াবহ বিস্তার করছে সেখানে। ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ও স্বাস্থ্যঝুঁকিতে ছাত্র-ছাত্রী, পথচারী ও শিবপুরবাসী।
এ বিষয়ে মোবাইল ফোনে কথা হয় শিবপুর উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তাপসী রাবেয়ার সাথে তিনি বলেন, এই ব্যাপার নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলেছি, সরকারি খাসজমি পেলে এখান থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করে দিবো, শিবপুর সহকারী কমিশনার (ভূমি) এর সাথে খাসজমির বিষয়ে কথা বলেছি আশাকরি ৭থেকে ১০দিনের মধ্যে জায়গা পেয়ে যাবো এবং এখন থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করে নিয়ে যাব।
এ বিষয়ে মোবাইল ফোনে কথা হয় শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব এর সাথে, তিনি বলেন আমরা বিকল্প জায়গা খোজতেছি জায়গা পেলে এখান থেকে দ্রুত ময়লা পরিষ্কার করে দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2025 দৈনিক গুপ্তচর. All rights reserved.