নিজস্ব প্রতিবেদক :
নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের বেলাবো উপজেলা শাখার সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিনের শ্রদ্ধেয় পিতা, টংগীরটেক মৌলভীর বাড়ি নিবাসী ও চণ্ডীপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের মাস্টার (ওরফে আব্দুল খালেক মৌলভী) বার্ধক্যজনিত কারণে হৃদরোগসহ নানা জটিল রোগে ভুগে গত বৃহস্পতিবার সকাল ৬:১০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমের নামাজে জানাজা একইদিন বাদ আসর ৫:৪৫ মিনিটে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার শোকাহত মানুষ অংশগ্রহণ করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।
মরহুম আব্দুল কাদের মাস্টার ছিলেন এক গুণী, সদালাপী, পরহেজগার ও সেবাপরায়ণ মানুষ। শিক্ষাক্ষেত্রে ৪৪ বছর নিবেদিত থেকে তিনি হাজারো ছাত্র-ছাত্রীকে আলোর পথে চালিত করেছেন—যাদের কেউ আজ শিক্ষক, কেউ আইনজীবী, ব্যারিস্টার, প্রশাসনিক কর্মকর্তা কিংবা উচ্চ পর্যায়ের সরকারি কর্মচারী।
তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, বরং একজন সম্মানিত ইমাম, ইউনিয়নের সাবেক কাজী, হোমিওপ্যাথ চিকিৎসক, এবং আধ্যাত্মিক ও সমাজসেবামূলক কাজে নিবেদিত এক পরিপূর্ণ মানুষ। ধর্মীয় ক্ষেত্রে তাঁর অবদান ছিল অসামান্য। জুমার খুতবা থেকে শুরু করে মানুষের বিপদে তদবির ও দোয়া – সবখানেই ছিল তাঁর নিঃস্বার্থ সেবা ও ভালোবাসার ছাপ।
তাঁর মৃত্যুতে এলাকার এক উজ্জ্বল নক্ষত্র হারালাম। আমরা হৃদয়ের গভীর থেকে তাঁর রূহের মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তাঁর পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।
আমিন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2025 দৈনিক গুপ্তচর. All rights reserved.