গুপ্তচর ডেস্ক:
রায়পুরা থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।আজ ৩০ অক্টোবর দুপুরে 12 টার দিকে গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা।পরে পুলিশ খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
জানা যায়,আজ দুপুর ১২ টার দিকে পিরোজ কান্দি দক্ষিণপাড়ার প্রবাদ বিশ্বাসের ছেলে সুকুমার বিশ্বাস (৪০)এর ঝুলন্ত লাশ মাইল বাসা এলাকায় এক গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী।এই সময় তার পা মাটিতে স্পর্শ করা ছিল।জনমনে প্রশ্ন আত্মহত্যা করলে পা মাটিতে স্পর্শ করার কথা নয়।কেউ হয়তো তাকে হত্যা করে এখানে লাশ ঝুলিয়ে রেখেছে।এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ থানায় নিয়ে যায়।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:আজিজুর রহমান জানান,এই লোকটি অভাবগ্রস্ত ছিল,হতাশা থেকে আত্মহত্যা করতে পারে,তারপরেও সঠিক তদন্তের জন্য লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এর সাথে কেউ জড়িত থাকলে অবশ্যই থাকে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2025 দৈনিক গুপ্তচর. All rights reserved.