নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী পৌরসভার বিভিন্ন সড়কে দাঁড়িয়ে প্রতিবন্ধীসহ সাধারণ চালকদের মারধর ও প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) দিনব্যাপী অভিযান চালিয়ে এই দুইজনকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন শামীম।
অভিযান শেষে তিনি জানান, নরসিংদীর সকল সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র পৌরসভার টোলের নামে সাধারণ যানবাহন থামিয়ে জোরপূর্বক টাকা আদায় করে আসছিল। নির্দিষ্ট টার্মিনালের বাইরে পৌর ইজারাদারের লোকজন রাস্তায় দাঁড়িয়ে এ ধরনের কার্যক্রম চালাতো। এতে চালকরা যেমন হয়রানির শিকার হতেন, তেমনি সৃষ্টি হতো যানজট।
অটোরিকশাচালকরা অভিযোগ করে বলেন, চাঁদা না দিলে প্রকাশ্য রাস্তায় চালকদের মারধর করা হতো। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জনসাধারণের পক্ষ থেকে দাবি থাকলেও এবার প্রশাসন সরাসরি পদক্ষেপ নেয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার গাববাড়ি ধামশা এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ ফোরকান উদ্দিন (৪৬) এবং রায়পুরা থানার সায়েদাবাদ এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে রবি মিয়া (২৬)। তাদের কাছ থেকে ২,৮৪০ টাকা চাঁদা আদায়ের সময় উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন শামীম বলেন,
> “মাননীয় আইজিপি ও পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা নরসিংদীকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করতে বদ্ধপরিকর। কোনো প্রকার চাপকে আমলে না নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।”
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply