নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর শিবপুর মডেল থানার আওতাধীন এলাকায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে, আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় শিবপুর থানার পুলিশ সৈকারচর এলাকা থেকে মনিরুজ্জামান (পিতা: খোকা মিয়া), নামে এক ব্যক্তিকে আটক করে। শিবপুর থানার ওসি মো:আফজাল হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এসআই হাসানের নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে তার কথা অনুযায়ী অভিযান চালিয়ে মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মনিরুজ্জামানের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মামলা নং ০৩, তারিখ ০৩/০৮/২০২৫, দণ্ডবিধির পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/(২)/(৩)/(৪)/৮(৭) ধারায় একটি মামলা দায়ের করা হয়। তার হেফাজত থেকে অশ্লীল ও অনৈতিক কনটেন্ট সংরক্ষিত ডিভাইস উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এ ধরনের অপরাধ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তরুণ সমাজকে বিপথে চালিত করে। তাই অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “শিবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”
ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশ প্রশাসনের তৎপরতায় সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
Leave a Reply