নরসিংদী প্রতিনিধি:
“অপরাধীরা আমার দলের হলেও এক বিন্দু ছাড় পাবে না,”— এমন কঠোর মন্তব্য করেছেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। আজ শনিবার (১৮ অক্টোবর) আলোকবালি ইউনিয়নে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক সময়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে আলোকবালিতে তিনজন নিহত হওয়ার ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় খোকন বলেন, “যে দলেরই হোক, অপরাধীদের বিষয়ে আমার অবস্থান জিরো টলারেন্স। আলোকের নিচে অন্ধকার থাকবে না—এই এলাকাকে শান্তির নীড়ে পরিণত করা হবে।” এ সময় তিনি আরো বলেন ইতিমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য এখানে একটি অস্থায়ী পুলিশের ক্যাম্প করা হয়েছে। স্থায়ী পুলিশ ক্যাম্প করার কাজ চলমান। আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, যে দলেরই হোক অপরাধীকে আইনের আওতায় আনুন।
তিনি জানান, আলোকবালির মানুষের চলাচলের সুবিধার জন্য ব্রিজ নির্মাণের প্রস্তাব তিনি আগেই দিয়েছেন। “আমি আলোকবালির মানুষের পাশে আছি, ছিলাম এবং সারাজীবন থাকব,”— যোগ করেন তিনি।
মতবিনিময় সভায় গ্রামবাসীর পক্ষ থেকে সাতটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—বৈধ-অবৈধ বালু উত্তোলন বন্ধ, ব্রিজ নির্মাণ, দলমত নির্বিশেষে অপরাধীদের আইনের আওতায় আনা, মাদক নির্মূল, চিরুনি অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার, শিক্ষার মানোন্নয়ন এবং রাস্তাঘাটের উন্নয়ন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট। উপস্থিত ছিলেন নরসিংদী পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট বাসেত ভুইয়া, জামায়াতে ইসলামী, এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দসহ জেলার আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা।
Leave a Reply