
নিজস্ব প্রতিবেদক:
মনোহরদী উপজেলার একদুরিয়া এলাকায় শিশুদের টিফিনের খাবার কেনার ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উপজেলা যুবদলের নেতা তাজুল ইসলাম আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে সোমবার (১৭ নভেম্বর) সকালে। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে টিফিন–এর খাবার কেনা ও ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে সরদার সাখাওয়াত হোসেন বকুলের অনুসারী দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। এর জের ধরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হাতেম যুবদল নেতা তাজুল ইসলামকে মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেন।
উভয়পক্ষই বকুলের অনুসারী হলেও, সম্প্রতি টিফিন বাবদ অর্থ বণ্টন ও সরবরাহ প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে বিরোধ চরমে ওঠে। সংঘর্ষের পর থেকেই একদুরিয়া ও আশপাশ এলাকায় দুই গ্রুপের পাল্টাপাল্টি শোডাউন লক্ষ্য করা গেছে। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিকে স্থানীয় অভিভাবকরা অভিযোগ করেছেন—অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের জন্য দুধ দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা বিতরণ করা হয়নি। টিফিন বরাদ্দের অনিয়ম ও দলীয় দ্বন্দ্বকে কেন্দ্র করে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলেও তারা ক্ষোভ প্রকাশ করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় এলাকায় অতিরিক্ত উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতনরা।
Leave a Reply