
নিজস্ব প্রতিনিধি :
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী–৪ (বেলাবো–মনোহরদী) আসনে বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী কাজী শরিফুল ইসলাম শাকিলের ওপর মব সৃষ্টির চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমা দিতে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার পথে শাকিলের গাড়ি একটি স্থানে আটকে দেওয়া হয়। এ সময় তার কন্যার সামনে তাকে লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়। নরসিংদী সদর থানার ওসি (তদন্ত) সামিউল ইসলামের তাৎক্ষণিক সহযোগিতায় তিনি প্রাথমিকভাবে হামলার হাত থেকে রক্ষা পান।
পরবর্তীতে নরসিংদীর একাধিক সাংবাদিকের সহায়তায় কাজী শরিফুল ইসলাম শাকিল মনোনয়নপত্র জমা দিতে সক্ষম হন। তবে মনোনয়ন জমা শেষে বের হওয়ার সময় আবারও তার ওপর মব সৃষ্টির চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, মনোহরদী উপজেলার রিতা নামের এক মেয়ে সহ কয়েকজন ব্যক্তি, যিনি নিজেকে সমন্বয়কারী হিসেবে পরিচয় দেন, এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। সাংবাদিকদের বাধার মুখে ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পিছু হটে।
উল্লেখ্য, কাজী শরিফুল ইসলাম শাকিল পেশায় একজন সাংবাদিক এবং তিনি মনোহরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি। অভিযোগকারীরা সাবেক শিল্পমন্ত্রী নুরুল মাজীদ মাহমুদ হুমায়ুনের ছেলে সাদির সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাকে একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করেন। পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও অপপ্রচার চালানো হয়। তবে সংশ্লিষ্ট সূত্র ও প্রার্থী নিজে দাবি করেছেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি কোনো রাজনৈতিক দলের পদ-পদবির সঙ্গেও যুক্ত নন।
এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে, নির্বাচনী সময়ে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ঘাটতি রয়েছে।
সাধারণ জনগণ ও সচেতন মহল নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব প্রার্থীর জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে যারা ভুয়া পরিচয়ে সমন্বয়কারী সেজে মব তৈরি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানানো হয়েছে।
Leave a Reply