
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী কাজী শরিফুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একটি রিটের শুনানি শেষে বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি মো. আনোয়রুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইয়ারুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী কাজী রেজাউল ইসলাম ও আবু হেনা মোস্তফা কামাল মিলন।
মামলার শুনানিতে জানা যায়, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের দিন প্রার্থী কাজী শরিফুল ইসলাম বিএনপির প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সমর্থকদের বাধার মুখে পড়েন। পরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় তিনি মনোনয়নপত্র দাখিল করতে সক্ষম হন।
এরপর ১ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের দিন তাঁর এক সমর্থনকারীকে প্রতিপক্ষ অপহরণ করে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে জেলা রিটার্নিং কর্মকর্তার সামনে ওই সমর্থনকারীকে মনোনয়নপত্রে দেওয়া স্বাক্ষর অস্বীকার করতে বাধ্য করা হয়। এর পরিপ্রেক্ষিতে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা হলেও সেখানে বাতিলের আদেশ বহাল থাকে। পরে প্রার্থী কাজী শরিফুল ইসলাম হাইকোর্টে রিট আবেদন করেন।
রিটের শুনানি শেষে আদালত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রয়োজনীয় নির্দেশনাসহ রুল জারি করেন। হাইকোর্টের এ আদেশে নরসিংদী-৪ আসনের নির্বাচনী মাঠে বাংলাদেশ কংগ্রেস প্রার্থীর অংশগ্রহণে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply