1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
Title :
শিবপুরে সন্ত্রাসী রুহুল গংয়ের তাণ্ডবে আতঙ্কিত এলাকা, মামলা করেও নিরাপত্তাহীন শরীফ পরিবার! চাঁদাবাজ-দখলদারদের জন্য বিএনপির দরজা বন্ধ: রিজভী মনোহরদী উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। ঘুষ ও দুর্নীতিতে চ্যাম্পিয়ন! নরসিংদীর মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত। নরসিংদীতে মতবিনিময় সভায় জেলা বিএনপি সভাপতির কঠোর হুঁশিয়ারি। নরসিংদীতে মসজিদের জমি দখল করে ঘর নির্মাণ, মুসল্লিদের ক্ষোভে উচ্ছেদ। রায়পুরার পরোয়ানাভুক্ত আসামী সাগর মিয়া গ্রেফতার। নরসিংদী জেলার শ্রেষ্ঠ ওসি এমদাদুল। এখনো বহাল শিবপুরে ছাত্রলীগের বিতর্কিত সাব রেজিস্টার মাহবুব! অভিযোগের পাহাড়, তবুও নিরব প্রশাসন! নরসিংদীর মানুষের প্রশ্ন—খুনি ওসি তানভীর কোথায়?

বিয়ের নামে অভিনব প্রতারণা! ১১ তম স্বামীর মামলায় কারাগারে ডালিয়া!!

  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

গুপ্তচর ডেস্ক:
বিয়ে একটি সামাজিক বন্ধন।বিয়ের মাধ্যমে শুরু হয় একটি নতুন সংসার।কিন্তু সেই বিয়েকে পুঁজি করেই এক অভিনব প্রতারণায় নেমেছেন এক নারী।নাম তার ডালিয়া।তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার কুশলা গ্রামের লিয়াকত আলী শেখের মেয়ে।তার চরিত্র বাংলা সিনেমাকেও হার মানিয়েছে।একে একে করেছেন ১২ টি বিয়ে।যারা তাকে বিয়ে করেছে সবাই সর্বস্বান্ত হয়েছেন।

কারণ বিয়ে করে স্বামীকে নির্যাতন করে তার কাছ থেকে হাতিয়ে নিত কোটি কোটি টাকা এবং ডিভোর্সের মাধ্যমে হাতিয়ে নিত কাবিনের টাকা।বিয়ে করে টাকা হাতিয়ে নেয়াই তার পেশা।বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুসন্ধানে বেরিয়ে আসে এই চাঞ্চল্যকর তথ্য।তার স্বামীর তালিকায় রয়েছেন র‌্যাব সদস্য,পুলিশ কনস্টেবল,আনসার,ব্যবসায়ী,রাজনীতিবিদ,বেসরকারি চাকরিজীবী ,প্রবাসী সহ আরো অনেকেই।ডালিয়া নিজেকে পরিচয় দেন কখনো আক্তার সাথী,কখনো ডালিয়া খানম আবার কখনো মায়া নামে।

নিজেকে অভিনেত্রী এবং মডেল দাবী করলেও মূলত সস্তা ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিওতে দেখা যেত তাকে।সেখান থেকেই বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়ে বিয়ের ফাঁদে ফেলে হাতিয়ে নিত টাকা।তার প্রথম স্বামী সোহেল খান বাড়ি টুঙ্গিপাড়ার কোটালীপাড়ায়,দ্বিতীয় স্বামী হুমায়ুন তার বাড়িও টুংগীপাড়ার কোটালীপাড়ায়,তিন নম্বরে রয়েছে টাঙ্গাইলের সোহাগ ,চতুর্থ রিপন মন্ডল,পঞ্চম হবিগঞ্জের আনসার সদস্য সুনির্বল বিশ্বাস,ষষ্ঠ খুলনার আমিরুল ইসলাম (র‌্যাবের সাবেক  সার্জেন্ট)সপ্তম কনস্টেবল মোঃ রাজু আহমেদ,অষ্টম আব্দুল খালেক (সিরাজগঞ্জের মালয়েশিয়া প্রবাসী),নবম বরিশালের রেজাউল শেখ,দশম যাত্রাবাড়ীর শাহ আলম,১১ তম নরসিংদীর এনামুল সৌদি আরব প্রবাসী,১২ তম ওমান প্রবাসী সাকিব।

১২ টি বিয়ে হলেও সব সময় নিজেকে কুমারী দাবি করত ৩২ বছর বয়সী পঞ্চম শ্রেণী পাস এই ডালিয়া।তার নির্যাতনে কোন স্বামী পালিয়ে বিদেশ চলে গেছে কোন স্বামী চাকুরী হারিয়ে অটোরিস্কার চালক কেউবা চাকরি হারিয়ে মোদির দোকানদার হয়েছেন।তার এইসব অপকর্মের অন্যতম সহযোগি তার বাবা লিয়াকত আলী শেখ।

কথায় আছে ,পাপ কখনো বাপকে ছাড়ে না।তাই ডালিয়ারও শেষ রক্ষা হলো না।তার ১১তম স্বামী নরসিংদীর রায়পুরার বোয়ালমারা গ্রামের কাদির ভূইয়ার ছেলে এনামুল হকের দুটি মামলায় কারাগারে ঠাঁই হয়েছে ডালিয়ার।এনামুল হক ডালিয়ার নামসহ তার পরিবারের ৪ সদস্যের বিরুদ্ধে প্রথম প্রতারণার মামলা দায়ের করেন ১ নভেম্বর২০২৩ সালে।মামলা নং-রায়পুরা সি আর-৯২১/২৩।ধারা ৪০৩/৪২০/ ৫০৬ দন্ড বিধি।মামলাটি আদালত আমলে নিয়ে সমন জারি করেন।পরবর্তীতে ১৯ নভেম্বর ২০২৩ সালে তিনি ডালিয়ার নামে দ্বিতীয় যৌতুক মামলা দায়ের করেন।মামলা নং- রায়পুরা সি আর-৯৭২/২৩।২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের তিন ধারা।এই মামলাটিতেও আদালত সমান জারি করেন।উক্ত মামলায় ২৭ডিসেম্বর২০২৩ সালে আদালতে হাজিরা দিতে আসেন ডালিয়া।কিন্তু বিধিবাম।নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফা আহমেদ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।পরবর্তীতে ১১জানুয়ারি ২০২৪ আসামি আদালতে জামিন প্রার্থনা করেন।কিন্তু নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আসামীর জামিন নামঞ্জুর করেন।বর্তমানে দুটি মামলাই আসামি প্রতারক ডালিয়া কারাগারে আছে।

চাঞ্চল্যকরএই মামলার বিষয়ে কথা হয় বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মো:মামুন উর রশিদ ও অ্যাডভোকেট মো :মোস্তফা সরকারের সাথে।তারা জানান,এই মহিলার কারণে অনেকেই নিঃস্ব হয়েছেন।আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল।আশা করছি আমরা ন্যায় বিচার পাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host