গুপ্তচর ডেস্ক:নরসিংদী মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া খাগড়াছড়ি জেলার একজন কৃতি সন্তান।১৯৭৪ সালে তিনি জন্মগ্রহণ করেন।মানিকছড়ি হাই স্কুল থেকে এসএসসি,কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে অনার্স -মাস্টার্স সম্পূর্ণ করেন তিনি।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 29 তম ব্যাচেরএকজন মেধাবী শিক্ষার্থী ছিলেন তিনি।কর্মজীবনেও তিনি মেধার স্বাক্ষর রেখেছেন। ২০০৭ সালে রেঞ্জের সর্বোচ্চ নাম্বার পেয়ে পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে২০১১ সালে ইন্সপেক্টর হন।জাতিসংঘের শান্তি মিশনেও (সেট মিশন২০০৯-১০ )তিনি অংশগ্রহণ করেছিলেন। ২০২২সালে ২২ সেপ্টেম্বর নরসিংদী মডেল থানায় ওসি হিসেবে যোগদান করেন তিনি।যোগ দানের পর থেকে আজ ১৩ডিসেম্বর বদলির দিন পর্যন্ত তিনি ছিলেন তার কর্মক্ষেত্রে অবিচল এবংদায়িত্বশীল।
নরসিংদীতে ২৭ মামলার আসামী গ্রেফতার, নাশকতা ও পুলিশের উপর হামলার ঘটনায় একই দিনে ৯৩ জন সহ নাশকতার মামলায় জড়িত ৩৪০ জনকে আটক, জামাত শিবিরের ৯০ জন আটক, হত্যা কান্ডের প্রধান আসামী গ্রেফতার, চাঞ্চল্যকর রানা মোল্লা হত্যাকাণ্ডের আসামি সহ প্রবাসী কামরুজ্জামান হত্যাকাণ্ড ও শিশু জান্নাত হত্যাকাণ্ডের রহস্য দ্রুততম সময়ে উন্মোচন ও আসামি গ্রেফতার।এরকম অসংখ্য সংবাদের শিরোনাম করা বদলি হলেন সেই ওসি আবুল কাসেম ভূঁইয়া।
গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সুপারিশে সারা দেশের ৩৩৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির আদেশ জারি করে একটি প্রজ্ঞাপন দিয়েছে পুলিশ সদর দপ্তর। ওই প্রজ্ঞাপনের তালিকায় নরসিংদীর পাঁচ থানার ওসির মধ্যে রয়েছে নরসিংদীর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া। প্রজ্ঞাপন তালিকায় দেখা যায়, নরসিংদী মডেল থানা থেকে বদলি করা হয়েছে একই জেলার মনোহরদী থানায়।
এদিকে ওসি আবুল কাসেম ভূঁইয়া নরসিংদী মডেল থানায় কর্মকালিন সময়ে নাশকতার অভিযোগে জামাত শিবিরের প্রায় শতাধিক আসামী গ্রেফতার, চাঞ্চল্যকর হত্যা কান্ডের রহস্য উন্মোচন ও আসামী গ্রেফতার, বিএনপি’র নেতাকর্মী ও অপরাধীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থেকে নরসিংদী শহরে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।নিরাপত্তা চাদরের কঠিন বেষ্টনীতে ঢেকে রেখেছেন নরসিংদী শহরকে। এছাড়াও তার সময়ে, নরসিংদীর চরাঞ্চল এলাকা আলোকবালি, নজরপুর ও করিমপুর এর মতো এলাকা গুলোতেও কমে এসেছে টেঁটা যুদ্ধ। ঐ এলাকা এখন শান্তির জনপদ।
এসব বিষয়ে নজরপুর ইউপি চেয়ারম্যান স্বপন জানান, আমাদের নরসিংদী সদর থানায় ওসি আসবে যাবে কিন্তু এরকম দায়িত্বশীল ওসি কখনো পাবো কিনা জানিনা, ওনায় যেখানেই থাকুক আল্লাহ ওনাকে ভালো রাখুক এই দোয়া করি।
নরসিংদী জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেব পাঠান বলেন,ওসি আবুল কাশেম ভূঁইয়া একজন ভালো মানুষ ছিলেন।মুক্তিযোদ্ধাদের সাথে তার সুসম্পর্ক ছিল।তিনি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন।
নরসিংদী শিক্ষাঙ্গনের একজন আলোকিত মানুষ ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষও নরসিংদী জেলা স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতি (নকশিস)সভাপতি ড.মশিউর রহমান মৃধা বলেন,ওসি আবুল কাশেম ভূঁইয়া অত্যান্ত মেধাবীও বুদ্ধিবৃত্তিক কার্য পরিচালনায় সিদ্ধহস্ত ছিলেন।তার আগামী দিনের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
নরসিংদী আইজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী নাজমুল ইসলাম বলেন,আইনশৃঙ্খলা রক্ষায় উনি সর্বদা সচেষ্ট ছিলেন। বিশেষ করে চরাঞ্চলে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। আমি তার সর্বোচ্চ সফলতা কামনা করি।
এছাড়াও জানাযায়, আগে পুলিশের ভয়ে থানায় সাধারণ মানুষ আসতে ভয় পেতো। কিন্তু ওসি আবুল কাসেম ভূঁইয়া থাকা কালীন সময়ে মানুষ খুব সহজেই তাদের সমস্যার কথা ওসির নিকট বলতে পারতো এবং সমাধানও পেতো। এমনকি এসব কারণে তাকে অনেকে গরিবের ওসি বলেও ডাকতো।তাছাড়া ওসির একটি সবচেয়ে বড় গুণ ছিল যত রাত্রেই তাকে ফোন দেওয়া হতো সাথে সাথে তিনি ফোন রিসিভ করতেন।এবং সাধারণ মানুষের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতেন।সরকারি চাকুরিতে বদলি একটি স্বাভাবিক ঘটনা।কিন্তু অত্যন্ত কর্মটও দায়িত্বশীল এই অফিসারের বদলিতে হতবাক হয়েছেন সাধারণ মানুষ।এত দ্রুততম সময়ে তার বদলির বিষয়টি মেনে নিতে পারছেন না তারা।তার স্থলাভিষিক্ত হচ্ছেন বেলাবরের ওসি তানভীর আহমেদ।সময়ই বলে দেবে আগামী দিনে কেমন যাবে নরসিংদী সদর।
Leave a Reply