1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন
Title :
আওয়ামী লীগ সব সময় পিছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে- খায়রুল কবির খোকন। নরসিংদী রায়পুরার চরাঞ্চলে ‘তুচ্ছ ঘটনায়’ পল্লিচিকিৎসককে পিটিয়ে হত্যা! নরসিংদীতে বিদেশি পিস্তল সহ গ্রেফতার এক বাংলার মাটিতে মানুষ আর আওয়ামিলীগের রাজনীতি দেখতে চায় না, খায়রুল কবির খোকন আনুপাতিক নির্বাচনের নামে জটিলতা তৈরি মানে স্বাধীনতা বিরোধীদের মদদ দেওয়া: রিজভী গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই চূড়ান্ত বিজয় আসবে- খায়রুল কবির খোকন। মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্যের আতঙ্কে দিশাহারা এলাকাবাসী পর্ব-( ২ ) সবজি ও নিত্যপণ্যের বাজারে আগুন,সাধারণ মানুষের হাহাকার। নরসিংদীতে সনাতন ধর্মালম্বীদের অনুদান প্রদান করেছেন খায়রুল কবির খোকন। নরসিংদীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই ডিম ব্যবসায়ীকে জরিমানা।।

বাটন মোবাইল ফোন হাতবদলের সূত্র ধরে খুনের রহস্য উদঘাটন!!

  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪

মোঃ আলম মৃধা চিফ রিপোর্টার ঃ

নরসিংদী থেকে খোয়া যাওয়া একটি বাটন মোবাইলফোন পাওয়া যায় ঠাকুরগাঁওয়ে। সেই মোবাইল ফোনের সূত্র ধরে জানা যায়, চারজনের হাতবদল হয়ে মোবাইলটি ঠাকুরগাঁওয়ে গিয়ে সচল হয়।

এক এক করে সর্বশেষ ব্যক্তির কাছে পৌঁছাতেই বেরিয়ে আসে হত্যাকাণ্ডের রহস্য। জানা যায়, নরসিংদীতে এক ব্যবসায়ীর বাড়িতে চুরি করার সময় টের পেয়ে যাওয়ায় সেই ব্যবসায়ীকে কুপিয়ে খুন করে চোর।

নরসিংদীর মাধবদী থানার দক্ষিণ বিরামপুর নিজ বাড়িতে মিষ্টি ব্যবসায়ী নির্মল দেবনাথ (৪৩) হত্যার ঘটনার জড়িত মাসুম বিল্লাকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ৬ মার্চ মাধবদী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুম হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
রোববার (১০ মার্চ) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পিবিআইর অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান।

ঘটনার বিবরণে তিনি জানান, ১৪ নভেম্বর সন্ধ্যায় ভিকটিম নির্মল দেবনাথের স্ত্রী মনি দেবনাথ ছেলেমেয়েদের সাথে নিয়ে ভাইফোঁটা অনুষ্ঠানে অংশ নিতে বাবার বাড়ি যান। মিষ্টির দোকানের কাজ শেষে নির্মল দেবনাথ রাতে বাড়ি এসে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে ভিকটিমের স্ত্রী-সন্তানরা বাড়ি এসে দেখেন খাটের ওপর নির্মল দেবনাথের ক্ষত-বিক্ষত লাশ। কে বা কারা নির্মলকে খুন করে তার ব্যবহৃত সেম্ফনি বাটন মোবাইলটি নিয়ে যায়।

পরে ভিকটিমের ছেলে দুর্জয় দেবনাথ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ সদর দপ্তরের নির্দেশে ৩১ ডিসেম্বর মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়।

পিবিআইর এ কর্মকর্তা বলেন, মামলাটি তদন্তে নেমে তথ্য প্রযুক্তির মাধ্যমে ভিকটিম নির্মল দেবনাথের মোবাইল ফোন উদ্ধার চেষ্টা করা হয়। একপর্যায়ে জানা যায় মোবাইলটি ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা এলাকায় ব্যবহৃত হচ্ছে। ১ মার্চ দুপুরে ঠাকুরগাঁও থেকে লাইলী খাতুন নামে একজনকে মোবাইলসহ আটক করা হয়।

মোবাইলের বিষয়ে লাইলী জানায় মাধবদী এলাকায় চাকরি করার সময় সাকিল নামের একটি ছেলের সঙ্গে তার পরিচয় হয়। সাকিল তাকে মোবাইলটি দিয়েছে। পরে সাকিলকে নরসিংদী থেকে আটক করা হলে সে জানায়, রবিন নামে একজনের কাছ থেকে ২৫০ টাকায় মোবাইলটি কিনেছে।

একপর্যায়ে রবিনকে আটক কররলে সে জানায়, মোবাইলটি তার ফুপাতো ভাই মাসুম বিল্লা তাকে প্রায় তিন মাস আগে বিক্রির জন্য দেয়। পরে পিবিআই নরায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। ৬ মার্চ মাধবদী থেকে মাসুম বিল্লাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুম বিল্লা জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে।

মাসুদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে পিবিআইর অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান বলেন, ১৪ নভেম্বর রাত তিনটার দিকে নির্মল দেবনাথের বাড়িতে চুরি করতে যায় মাসুম। বাড়ির ছাদে উঠে গেট দিয়ে ঘরে ঢুকে। ঘুমন্ত নির্মলের মোবাইল ও মানিব্যাগটি নিয়ে নেয়। একপর্যায়ে নির্মলের ঘুম ভেঙে গেলে সে বটি, দা নিয়ে চোরকে ধাওয়া করে।

ধারালো বটি হাতে নিয়ে মাসুম বিল্লার দিকে এগিয়ে গেলে সে তার হাত ধরে ফেলে। এরপর তাদের মধ্যে প্রায় ২০ মিনিট ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মাসুম বিল্লা ভিকটিম নির্মলের ঘরে ঢুকে তার হাতে থাকা বটি দাটি কেড়ে নেয়। নির্মলকে এলোপাতাড়ি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে মোবাইল আর টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায় মাসুম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host