গুপ্তচর ডেস্ক:
প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় এলডিডিপি প্রকল্পের মাধ্যমে ৬১ জেলার চার হাজার দুইশত জন (এলএসপি) প্রাণি সেবা প্রদানকারী , প্রতিটি ইউনিয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এলএসপি কল্যাণ পরিষদ বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সদস্যগণ দৈনিক গুপ্তচর প্রতিনিধির কাছে বলেন, বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার ভীষণ সামনে রেখে অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছে, প্রাণিসম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্প।
এলডিডিপি প্রকল্পের মাধ্যমে ৪২০০ শত জন (এলএসপি) প্রাণি সেবা প্রদানকারী প্রাণি সম্পদ অধিদপ্তরে ও বর্তমান সরকারের উন্নয়নের অংশীদার হতে চায় । বাংলাদেশ এলএসপি কল্যাণ পরিষদ বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃসাইফুল চৌধুরী এবং শরীফ হোসেন, দৈনিক গুপ্তচর প্রতিনিধির কাছে বলেন.., স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে মানুষের সেবার জন্য প্রতিটি ইউনিয়নের তিনটা করে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক চলমান রয়েছে। কৃষকদের জন্য প্রতিটি ইউনিয়নের তিনজন করে সরকারি কর্মকর্তা রয়েছেন।
কিন্তু অতি দুঃখের বিষয় প্রাণি সেবার জন্য কোন সেবা কেন্দ্র বা প্রতিষ্ঠান নেই। যাহার কারণে চিকিৎসার অভাবে বিভিন্ন ইউনিয়ন হতে উপজেলার হাসপাতালে নেওয়ার পথে অনেক অসুস্থ প্রাণি মারা যায়। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের খামারিরা ও ইউনিয়ন পর্যায়ে ছোটখাটো পশু লালন পালনকারীরা এবং কমে যাচ্ছে দেশের প্রাণী উৎপাদন।
যে সকল এলএসপিগন কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেন তাহাদের পরিবারের অসহায়ত্বের কথা চিন্তা করে এককালীন অনুদানের ব্যবস্থা করলে উক্ত পরিবার আর্থিক ভাবে উপকৃত হবে বলে জানান তারা।
মোঃ শরীফ হোসেন আরো বলেন আমরা ১) মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছি।
২) প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের বরাবর স্মারকলিপি প্রদান করেছি।
৩) প্রকল্প পরিচালক প্রাণি ও ডেইরি উন্নয়ন প্রকল্প বরাবর প্রদান করেছি।
৪) প্রকল্প সিটিসি প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প বরাবর স্মারকলিপি প্রদান করেছি।
আমরা এলএসপি কল্যাণ পরিষদ বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের ন্যায্য দাবি দাওয়া তুলে ধরেছি। যথা : ১) ন্যূনতম গ্রেডে বেতন প্রদান ও চাকরি স্থায়ীকরণ। ২) ইউনিয়ন পরিষদের কক্ষ বরাদ্দ দিয়ে প্রান্তিক খামারি ও এলএসপিদের সেতুবন্ধন সৃষ্টি করা। ৩) মৃত্যুবরণকারী এলএসপি দের এককালীন আর্থিক সহায়তার ব্যবস্থা করা।
পরিশেষে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আশ্বাস দিয়ে বলেন কিছুদিনের মধ্যে সম্মানি বৃদ্ধি করবেন এবং এলডিডিপি প্রকল্পের মেয়াদ ২২ মাস বৃদ্ধি করা হয়েছে।
Leave a Reply