গুপ্তচর ডেস্ক:
বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারাদেশে তিনদিন ব্যাপী অবরোধের আজ দ্বিতীয় দিন। সারাদেশে চলছে বিএনপির অবরোধ কর্মসূচি।এরই অংশ হিসেবে এই প্রথম নরসিংদীতে অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি।
নরসিংদীর শিবপুর ও বেলাবো ঢাকা সিলেট মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করার খবর পাওয়া গেছে।এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে এবং মিছিল করে অবরোধ কর্মসূচি পালন করে।
জানা যায়,শিবপুরের সাবেক ছাত্রনেতা আকরামুল হাসান মিন্টুর অনুসারীরা ঢাকা সিলেট মহাসড়কের শাষপুর নামক স্থানে আগুন জ্বালিয়ে রাস্তায় অবরোধ সৃষ্টি করে।পরবর্তীতে তারা অবরোধের পক্ষে স্লোগান দিয়ে মিছিল করে।
অন্যদিকে বেলাবো খামারেরচর এলাকায় সকাল ছয়টায় দুটি টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা সিলেট মহাসড়কে পালিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা।
এদিকে অবরোধের কর্মসূচিকে কেন্দ্র করে নরসিংদীর সর্বত্র নিরাপত্তা বেষ্টনী দিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
Leave a Reply