গুপ্তচর ডেস্ক:
নরসিংদী মডেল থানা পুলিশের অভিযানে নাশকতা মামলায় জামাত শিবিরের চার নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে।নরসিংদীর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কাশেম ভূঁইয়া এক প্রেস বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
নরসিংদীতে গত ২৯/০৭/২৩ ইং সংঘটিত নাশকতার ঘটনায় রুজুকৃত নরসিংদী মডেল থানার মামলা নং ৫৩ তাং ২৯/০৭/২৩ ধারা বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/ ২৫ – ডি এর তদন্তে প্রকাশিত গ্রেফতারকৃত আসামিরা হল
১)মিজানুর রহমান (৩৮) পিতা আব্দুল ওয়াহিদ, সাং- হাই মারা থানা রায়পুরা জেলা নরসিংদী । জামাত কর্মী,
২)মুশতাক আহমেদ(২৫) পিতা অলিউল্লাহ সাং কালিয়াকুরি থানা মনোহরদী।
জামাত কর্মী
৩।মিনহাজ মিয়া (১৭) পিতা হক সাহেব সাং নেকজানপুর, আলোক বালি, জেলা নরসিংদী । সাথী, শিবির
৪।মৃদুল হাসান সানি (১৯) পিতা তোফাজ্জল হোসেন মুরাদনগর আলোকবালি জেলা নরসিংদী।সাথী , শিবির।
উক্ত আসামিদের নরসিংদী জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়ের নির্দেশনায় ১৯/১০/২০২৩ ইং বিকাল ০৩:০০ ঘটিকা থেকে অদ্য ২০/১০/২৩ ইং সকাল ১০:০০ ঘটিকার মধ্যে, নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব কে এম শহীদুল ইসলাম সোহাগ ও অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে নরসিংদী মডেল থানার একদল অফিসার ফোর্স অভিযান পরিচলনা করে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী, গাবতলী , নরসিংদী রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আসামিদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। উক্ত আসামীরা উল্লেখিত মামলার ঘটনায় জড়িত থাকার স্বপক্ষে তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
রাষ্ট্র বিরোধী নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির সাথে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনে অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার মহোদয় জানান।।
Leave a Reply