গুপ্তচর ডেস্ক : নরসিংদী আলীজান জুট মিলস একাডেমীর প্রধান শিক্ষকের কুনজরে পড়ে, অবশেষে চাকুরি থেকে অব্যাহতি নিলেন এক শিক্ষিকা।
শিক্ষার্থীরা জানায়, প্রধান শিক্ষক মোঃ সাইফুল্লাহ দীর্ঘ ৮-৯ মাস ধরে আইসিটির শিক্ষিকা মারজিয়া আক্তার কে বিভিন্ন অশ্লীল মেসেজ করে আসছে। এরই ধারাবাহিকতায় সব শিক্ষার্থীরা চলে গেলে একদিন আইসিটি ম্যাডামের তিন বছরের বাচ্চার সামনে হাত ধরে টানাটানি শুরু করেন ওই দু :চরিত্র প্রধান শিক্ষক । এতে ম্যাডাম ক্ষিপ্ত হয়ে সবকিছু তার স্বামীর কাছে শেয়ার করেন। স্বামী সহকারী প্রধান শিক্ষিকা শামিমা আক্তার কে সবকিছু জানিয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেন। যদিও সহকারী প্রধান শিক্ষিকা আপোষ হওয়ার জন্য দুই পক্ষকে বলেন, কিন্তু এসবের কোন পাত্তাই দেননি তারা ।
হঠাৎ কিছু না বলে কান্না করে পদত্যাগ করে মারজিয়া আক্তার স্কুল ত্যাগ করলে শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তারা সবকিছু জেনে যায় , আর তাতেই উত্তাল হয়ে উঠে আলীজান জোট মিলস একাডেমী স্কুলটি ।তারাও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন, প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে। গুঞ্জন রয়েছে ৭ লক্ষ টাকায় ওই ম্যাডামকে আপোষ মীমাংসা হওয়ার চাপ দিলেও ম্যাডাম চাচ্ছেন প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি। শিক্ষার্থীরাও তার সাথে একমত।
অন্যদিকে প্রধান শিক্ষক সাইফুল্লাহ ওই ম্যাডামের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন । এক সপ্তাহ ধরে এটি নিয়ে আন্দোলন সংগ্রাম হলেও শিক্ষার্থীদের কথায় কোনো ব্যবস্থাই নিচ্ছে না জেলা প্রশাসক। এ বিষয়ে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করতে চাইলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায় ।
Leave a Reply