গুপ্তচর ডেস্ক:
নরসিংদী সদরে ১ দিনে ২ দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।একজনের মৃত্যু হয়েছে নসিমন উল্টে অন্য জনের ট্রেনের সাথে ধাক্কা লেগে।
জানা যায়,
নরসিংদীর শালিদা এলাকায় নসিমন উল্টে শফিকুল (২৫) নামে ১ জন নিহত হয়েছে।নিহত ওই যুবক নরসিংদী সদরের শালিদা এলাকার মজলিস খার ছেলে।অন্যদিকে ট্রেনের সাথে ধাক্কা লেগে
৪:৪৫ মিনিটে একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তি বাক প্রতিবন্ধী – মৃধু চন্দ্র সূএধর(৪৫) ।নিহত এই ব্যক্তি নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার – মৃত মধুসূদন সূত্রধরের ছেলে। আজ১৮ ফেব্রুয়ারি (রবিবার) বিকেলে নোয়াখালী গামী উপকূল এক্সপ্রেসে ধাক্কা লাগে , উক্ত ধাক্কায় মৃত্যু বরন করেন বলে জানা যায়।
চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত্যু বলে জানান। উক্ত লাশ নরসিংদী সদর হাসপাতালে জরুরি বিভাগের সামনে আছে।
Leave a Reply