1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
Title :
নরসিংদীতে তিতাস গ্যাসের মোবাইল কোর্টে জরিমানা ও ৩০০ অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ। মাধবদীর চোরা সুতার ব্যবসায়ী বিনয়, টাকা না দিয়ে হাতিয়ে নেয় ১ কোটি ২০ লাখ টাকার সম্পত্তি! নরসিংদীতে ছাত্রনেতা হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। মাধবদীতে আওয়ামী ছত্র ছায়ায় চোরাই সুতার ব্যবসা করে জিরো থেকে কোটিপতি বিনয়। শিবপুরে এনএসআই ও ডিবির যৌথ অভিযানে ভারতীয় অবৈধ মবিল সহ গ্রেফতার ১। বেলাবো -মনোহরদীর রাজনীতি নিয়ে সাবেক ছাত্রনেতা নীরুর হৃদয় স্পর্শী ফেসবুক স্ট্যাটাস। শিবপুরের ডাকাত সরদার বিদেশী অস্ত্রসহ গ্রেফতার। নরসিংদীতে আদালতের ডাকা নিলামে মারামারি, নিলাম বাতিল । বেলাবরের আট বছরের মুক্তিযোদ্ধা সহ দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতের সমনজারি। মনোহরদীতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জুয়েলের গনজোয়ার

নরসিংদীতে লাগামহীন নিত্য পণ্যের দাম ; সিন্ডিকেটের হাতে জিম্মি মানুষ !!

  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪

মোঃ আলম মৃধা চিফ রিপোর্টার

নরসিংদী জেলার বিভিন্ন হাট বাজার ঘুরে জানা যায় নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম লাগামহীন অবস্থা বিরাজ করছে।

আজ মঙ্গলবার (২ জুলাই) সরেজমিনে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, খরা, অতি বৃষ্টির কারণে এখন অধিকাংশ সবজি দাম বাড়তি। এদিকে ক্রেতারা বলেন, পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও বাজারে চালের দাম বেড়েই চলছে। তবে সবজির সরবরাহ এমনিতেই সিজন অনুযায়ী কম।

নরসিংদীর জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন খুচরা বাজারে পেঁয়াজের দাম ৯০ – ১০০টাকা, রসুনের দাম ৩০০ – ৩৪০টাকা, আলুর দাম ৭০-৮০ টাকা, পুঁই শাকের আঁটি ৩৫-৪০ টাকা, কলমি শাকের আঁটি ১৫-২০ টাকা, মিস্টি কুমড়া শাকের আঁটি ৩৫-৪০ টাকা, কাঁচা কলার হালি ৫০-৬০ টাকা, পটলের কেজি ৪০-৫০ টাকা, শশার কেজি ৮০-১০০ টাকা, করলার কেজি ১০০-১২০ টাকা, কাঁচা মরিচের কেজি ২৬০-৩২০ টাকা, পেঁপের কেজি ৫০-৬০ টাকা, লেবুর হালি ৪০-৬০ টাকা, দেশি হাঁসের ডিমের হালি ৭০-৯০ টাকা, ফার্মের ডিমের হালি ৫৪-৫৮ টাকা, চিনির কেজি ১৪০-১৫০টাকা, সয়াবিন তেল ১৭০-১৯০টাকা, দুধের লিটার ৮০-১০০ টাকা। অন্যদিকে খুচরা ও পাইকারি বাজারে ব্রয়লার মুরগীর কেজি ২৬০-২৯০ টাকা, রুই মাছের কেজি ৩২০-৩৬০ টাকা, চিংড়ি মাছ কেজি ৮০০ – ১২০০ টাকা, পাঙ্গাশ মাছের কেজি ১৮০-২০০ টাকা, সোনালী কক মুরগীর কেজি ৩৪০-৩৬০ টাকা, গরুর গোস্তের কেজি ৭৫০-৮৫০ টাকা, খাসীর গোস্তের কেজি ১১০০-১২০০ টাকা।

অপর দিকে পর্যাপ্ত চালের মজুদ থাকলেও পাইকারি এবং খুচরা বাজারে দেশি দিশা ইরি চালের কেজি ৬০-৬২ টাকা, দেশি আমন চালের কেজি ৬৩-৬৫ টাকা, প্রতি কেজি নাজির শাইল ৭২-৭৮ টাকা, মিনিকেট ৬৮-৭৫ টাকা, বিআর ২৮ ও বিআর ২৯ চাল ৬৩-৭৩ টাকা, দেশি বাসমতি চালের কেজি ৮০-৮৬ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতা ও বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর সবকিছুর দাম ঊর্ধ্ব গতিতে বেড়েই যাচ্ছে। এদেশে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্তের অবস্থা দিন দিন আরো শোচনীয় হয়ে যাচ্ছে। অন্যদিকে দুর্নীতিবাজরা আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাচ্ছেন। উচ্চবিত্ত আর দুর্নীতিবাজরা এ দেশকে খেয়ে ফেলছে।

এই অবস্থায় চললে সাধারণ খেটে খাওয়া মানুষ না খেয়ে মরতে হবে! এমনটাই জানান, সুশীল সমাজের ব্যক্তিরা। এই সব ভয়াবহ সেন্টিকেটের কবল থেকে মুক্তি মিলবে কবে,এই প্রশ্ন সাধারন মানুষের??

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host