1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
Title :
নরসিংদীতে তিতাস গ্যাসের মোবাইল কোর্টে জরিমানা ও ৩০০ অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ। মাধবদীর চোরা সুতার ব্যবসায়ী বিনয়, টাকা না দিয়ে হাতিয়ে নেয় ১ কোটি ২০ লাখ টাকার সম্পত্তি! নরসিংদীতে ছাত্রনেতা হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। মাধবদীতে আওয়ামী ছত্র ছায়ায় চোরাই সুতার ব্যবসা করে জিরো থেকে কোটিপতি বিনয়। শিবপুরে এনএসআই ও ডিবির যৌথ অভিযানে ভারতীয় অবৈধ মবিল সহ গ্রেফতার ১। বেলাবো -মনোহরদীর রাজনীতি নিয়ে সাবেক ছাত্রনেতা নীরুর হৃদয় স্পর্শী ফেসবুক স্ট্যাটাস। শিবপুরের ডাকাত সরদার বিদেশী অস্ত্রসহ গ্রেফতার। নরসিংদীতে আদালতের ডাকা নিলামে মারামারি, নিলাম বাতিল । বেলাবরের আট বছরের মুক্তিযোদ্ধা সহ দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতের সমনজারি। মনোহরদীতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জুয়েলের গনজোয়ার

নরসিংদীতে শিক্ষকের প্রত্যাহার চেয়ে আন্দোলন,ইউএনও’র আশ্বাসে বাড়ি ফিরলো শিক্ষার্থীরা

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

মো: ইদুল ফিতর : এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ে ঢুকতে না দেয়া, টাকা নিয়েও খরচ না করা, নিম্নমানের খাবার পরিবেশন ও অসৌজন্য মূলক আচরনের প্রতিবাদে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে স্কুল প্রাঙ্গণে আন্দোলন করেছে এসএসসি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকাল বিদ্যালয়ের ভিতর এবং সন্ধ্যায় বিদ্যায়ের গেইটের সামনে শিক্ষার্থীরা এই আন্দোলন করে।

বিদায়ী এসএসসি পরীক্ষার্থী লুবানা, শাহরিয়া ও হামজা বলেন, আজকে (বৃহস্পতিবার) বিকেলে আমাদের বিদায় অনুষ্ঠান ছিল। বিদায় অনুষ্ঠানে একটি প্যান্ডেল করা এবং মিলাদ মাহফিলের আয়োজন করার কথা থাকলেও স্কুল কর্তৃপক্ষ কোনো কিছুই করেননি। আমাদেরকে প্রধান শিক্ষকের নির্দেশে স্কুলের গেইটের ভিতরে ঢুকতে দেয়নি। পরবর্তীতে জোর করে আমরা স্কুলে ডুকি। আনুষ্ঠানিকভাবে আমাদেরকে বিদায় দেয়ার কথা থাকলেও প্রধান শিক্ষক শিউলি আক্তার তা করেননি। পরে স্কুলের অন্য শিক্ষকরা বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাদের বুঝিয়ে গোজামিল দিয়ে বিদায় করে দেয়ার চেষ্টা করে। পরে যখন আমরা তা মানতে না রাজ; তখন হলরুমে তিনজন শিক্ষককে নিয়ে মাত্র তিন মিনিটের একটি অনুষ্ঠানের আয়োজন করার নির্দেশ দেয় প্রধান শিক্ষক। তিন মিনিটের মধ্যে আমাদেরকে বিদায় দিয়ে বাড়ী পাঠানো চেষ্টা করে।
শিক্ষার্থীরা আরো বলেন, আমাদের স্কুলে ৫১ জন শিক্ষক ছিল, কিন্তু বিদায় অনুষ্ঠানে প্রধান শিক্ষক কাউকে আসতে দেননি। উনি নিজে অফিস কক্ষে বসে ছিলেন। মাত্র তিন জন শিক্ষককে পাঠিয়েছেন আমাদের বুঝিয়ে বাড়ী পাঠিয়ে দিতেন।
এছাড়া প্রধান শিক্ষক শিউলি আক্তার গত দুই বছর আগে আমাদের স্কুলে এসেছে। উনি আসার পরপর বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে ফান্ডের নামে টাকা তোলা হয়। প্রতিদিন আমাদেরকে যে খাবার দেয়া হয় তা খুবই নিম্ন মানের। এর প্রতিবাদ করলে বিভিন্নভাবে আমাদেরকে উনি মানসিক নির্যাতন করে। আমাদের অনেক সহপাঠীদের বিভিন্ন অজুহাত দেখিয়ে স্কুল থেকে বের করে দিয়েছেন। উনাকে যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না করা হবে আমরা আন্দোলন চালিয়ে যাবো।
পরে রাত সাড়ে ৮টায় খবর পেয়ে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন এর হস্তক্ষেপে স্কুলের শিক্ষার্থীরা বাড়ী ফিরে যায়।

অভিযোগের বিষয়ে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী আক্তার বলেন, প্রচুর খরচ হওয়ার কারণে এবছর বিদায় অনুষ্ঠানটি আমরা ক্লাশ রুমে আয়োজন করি। আর একারণেই শিক্ষার্থীরা এ পরিবেশ সৃষ্টি করেছে।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন বলেন, ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলাপ করি এবং পরিস্থিতি স্বাভাবিক করে শিক্ষার্থীদের বাড়ী পাঠানো হয়েছে। তারা জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host