গুপ্তচর ডেস্ক:
৫০ বছর বয়সে অনেকেই চলে গেছেন পৃথিবীর মায়া ছেড়ে পরকালে।অথচ এই দীর্ঘ সময় একটি কর্মময় জীবন পার করেছেন নরসিংদী জেলার আইকনিক অ্যাডভোকেট এম এ হান্নান ভূঁইয়া। যা সত্যিই এক বিরল মুহূর্ত।তাইতো এই দিনটিকে স্মরণীয় করে রাখতে নরসিংদী জেলা আইনজীবী সমিতি নিয়েছেএক ব্যতিক্রমী উদ্যোগ।
নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, নরসিংদীর প্রথম পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব এম এ হান্নান ভূঁইয়ার আইন পেশায় সক্রিয় ৫০ বছর পূর্তি উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৪সেপ্টেম্বর নরসিংদী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বিকাল ৪:০০ টায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়এবংনৈশভোজের মাধ্যমে রাত দশটায় অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
নরসিংদী জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এডভোকেট কাজী নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো মনোহরদী থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নরসিংদী জেলা আইনজীবী সমিতি আমার পরিবার,তাই নিজের দায়বদ্ধতা থেকেই আমি আইনজীবীদের জন্য বহুতল ভবন নির্মাণ করে দিয়েছি। আমার বাবার অনেক স্বপ্ন ছিল আইনজীবী হওয়ার কিন্তু আমি আইনজীবী হতে পারেনি আইন প্রণেতা হয়েছি। এম এ হান্নান আমার পরিবারেরই একজন।আইনজীবীদের কল্যাণে ক্ষমতায় না থাকলেও আমি সারাজীবন কাজ করে যাব। রাজনীতিতে ভিন্ন মত থাকতেই পারে কিন্তু মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িকতার বিপক্ষে যারা তাদের সাথে কোন আপোষ নয়।
এম এ হান্নান বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।তিনি বলেন আমার সাথে অনেকেই ছিল আজ তারা কেউ নেই।তারা থাকলে আজ সবচেয়ে বেশি খুশি হতেন। আইনজীবী হিসেবে আমি যার কাছে সবচেয়ে বেশি ঋণী তিনি হলেন আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি তার বাবা মজিদ সাহেব।তিনি ছিলেন আইনজীবী পেশায় সিংহ পুরুষ। তিনি আমাকে হাতে কলমে অনেক কিছু শিখিয়েছেন।ভালো আইনজীবী হতে হলে সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এবং ভালোভাবে পড়াশোনা করতে হবে । পড়াশোনার কোন বিকল্প নেই। আইনজীবীরা যদি সৎ না হয় তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয়।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল এডভোকেট এ এম আমিন উদ্দিনএবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নরসিংদী জেলা আইনজীবী সমিতির সম্পাদক এডভোকেট আলহাজ্ব নজরুল ইসলাম রিপন ।
উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোসতাক আহমেদ,বিজ্ঞ বিচারক জেলা জজ বেগম মেহেরুন্নেসা,বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোল্লা সাইফুল আলম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ড. বদিউল আলম,নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম, বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম আফজাল উল মনিরসহ অনেক জুনিয়র , সিনিয়র আইনজীবীও শুভাকাঙ্ক্ষীরা ।
বক্তারা এডভোকেট এম এ হান্নান মহোদয়ের কর্মময় জীবনের আলোচনার পাশাপাশি তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
Leave a Reply