গুপ্তচর ডেস্ক:
সারা বাংলাদেশে বিএনপি’র সমাবেশ, হরতাল, অবরোধ পালন করা হলেও নরসিংদীতে দুই শীর্ষ নেতা কারাগারে থাকায় অনেকটাই নীরব ভূমিকায় রয়েছে বিএনপি।এ বিষয়ে আসলো দল থেকে তাই নতুন সিদ্ধান্ত।
নরসিংদী জেলা বিএনপি’র আহবায়ক খায়রুল কবির খোকন কারাগারে থাকায় দলীয় কর্মকাণ্ড সক্রিয় রাখতে আহবায়ক কমিটির সদস্য, বেলাবো মনোহরদীর সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলকে ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে জেলা কমিটির সদস্য সচিব মনজুর এলাহীও কারাগারে।তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক আবু সালেহ চৌধুরীকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ ২ নভেম্বর এডভোকেট রুহুল কবির রিজভী এক প্রেস বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে নরসিংদী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাজাহান মল্লিক বলেন,দলের নেতৃত্ব সংকটের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে,দুঃসময়ে নেওয়া দলীয় এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই,যুগান্তকারী এই সিদ্ধান্ত নরসিংদী জেলা বিএনপিকে উজ্জীবিত করবে।
Leave a Reply