গুপ্তচর ডেস্ক:
নরসিংদীর রায়পুরায় প্রতিদিনই মিলছে লাশ।প্রথমে ঝুলন্ত লাশ, পরে অচেতন লাশ তারপর আজ গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।পরপর তিনদিন তিনটি লাশ পাওয়া গেছে রায়পুরায়।নরসিংদীতে রায়পুরা একটি বিপদজনক এলাকা।ভয়াবহ টেটা যুদ্ধএবং নিশংস্ব হত্যাকাণ্ড এখানে নিত্যদিনের ঘটনা।
জানাযায়,আজ দুই নভেম্বর বৃহস্পতিবার সকালে গরুর ফার্ম থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।রায়পুরা উপজেলার মহেশপুর আলগি নামা বাজারের মাশাল্লাহ ডেইরি ফার্ম থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।ওই ফার্মের মালিক হচ্ছেন হুমায়ুন কবির।নিহত সোহাগ তার ফার্মে কর্মরত ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান,দীর্ঘদিনের বেতন বকেয়া ছিল কর্মচারী সোহাগের।এ নিয়ে মালিকের সাথে তার প্রায়ই ঝগড়া হতো।তাই মালিক নিজেই তাকে গলা কেটে হত্যা করেছে।
এ বিষয়ে জানতে মোবাইলে ফোন দেওয়া হয় মালিক হুমায়ুন কবিরকে।কিন্তু তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
যথাযথ তদন্ত পূর্বক এই হত্যাকাণ্ডের সত্য উন্মোচন করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই দাবি রায়পুরা বাসীর।
Leave a Reply