গুপ্তচর ডেস্ক:
শিবপুর উপজেলার ইটা খোলা থেকে চৈতন্য পর্যন্ত ২০ থেকে ২৫ টি দোকানে হাইওয়ে রাস্তার পাশে গাড়ি থেকে অবৈধভাবে তেল নামিয়ে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, কোটি কোটি টাকার তেল প্রতিদিন অবৈধভাবে বিভিন্ন গাড়ি থেকে নামিয়ে দিনরাত 24 ঘন্টা বিক্রি করছে এই শক্তিশালী সিন্ডিকেট।এর সাথে জড়িত রয়েছে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের লোক এমন কি হলুদ সাংবাদিকরাও। প্রতিমাসে মাসোয়ারার মাধ্যমে প্রশাসনের নাকের ডগায় চলছে এই অবৈধ তেল চুরির রমরমা ব্যবসা।
কিছুদিন আগে রাত্রে গাড়ি থামিয়ে অবৈধভাবে তেল নামাতে গেলে সাংবাদিকরা ভিডিও নিতে গেলে স্থানীয় এক জনপ্রতিনিধির ভাগিনার দোকান বলে ভিডিও করতে বাধা সৃষ্টি করে জানায় কর্মচারীরা। ফ্রেশ এলপিজির গাড়ির নাম্বার ঢাকা মেট্রো চ, ১২-০২৬২ গাড়ি থেকে তেল নামাতে গেলে সাংবাদিকরা ভিডিও ধারণ করে এবং উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা সাংবাদিকদের ধন্যবাদ দেন।কিন্তু তেল চুরি বন্ধ নেই।
এ বিষয়ে মোবাইলে কথা হয় বাঘাব ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহিদ সরকারের সাথে। তিনি বলেন, এগুলি সবই অবৈধভাবে চলতেছে,সবার সাথে তারা সমন্বয় করে,কিন্তু কারো সাথে খারাপ ব্যবহার করলে এই ব্যবসা আমি উঠিয়ে দিব।
এ বিষয়ে কথা হয় ইটা খোলা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস হোসেন এর সাথে।তিনি বলেন , আমি নতুন যোগদান করেছি অবশ্যই এ বিষয়ে আমি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
Leave a Reply