গুপ্তচর ডেস্ক:
বেতন না পাওয়ায় শ্রমিক আন্দোলনের মুখে অবশেষে বন্ধ ঘোষণা করা হয়েছে বেলাবরের বিশিষ্ট ব্যবসায়ী আসলাম সানির প্রতিষ্ঠান।অভিযোগ রয়েছে শ্রমিকদের কিস্তিতে বেতন দিত এই প্রতিষ্ঠানটি।বেতন-ভাতার দাবিতে ৭ তারিখ থেকে আন্দোলনে নামে শ্রমিকরা।৮ ফেব্রুয়ারি সে প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষ বন্ধ করে দেয়।
জানা যায়,এ.এইচ আসলাম সানির নারায়ণগঞ্জের ক্রোনি গ্রুপের একটি প্রতিষ্ঠান অবন্তী কালার টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা ৭ ফেব্রুয়ারি বেতন না পাওয়ায় আন্দোলনে নামে।শ্রমিকদের মারতে পুলিশ পাহারায় প্রতিষ্ঠানে অস্ত্র ঢোকায় আসলাম সানির সন্ত্রাসীরা।কিন্তু শ্রমিকদের তীব্র প্রতিরোধের মুখে পিছু হঠতে বাধ্য হয় সন্ত্রাসী বাহিনী।পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।কারখানার শ্রমিকরা অভিযোগ করে বলেন, কোন মাসেই নির্ধারিত সময়ে তারা বেতন পান না।তিন কিস্তিতে তাদের বেতর পরিশোধ করে প্রতিষ্ঠান।দ্রবমূল্যের ঊর্ধ্বগতির এই দিনে তাদের চলাই দুষ্কর হয়ে পড়েছে এই প্রতিষ্ঠানে চাকুরি করে।বেতন নিয়ে তারা চলে যেতে চান, কাজ করার আগ্রহ নাই এই প্রতিষ্ঠানে কারো।
ব্যবসায়ী আসলাম সানির বাড়ি বেলাবো উপজেলার চর উজিলাব গ্রামে।বিভিন্ন টিভিতে টকশোতে তাকে বড় বড় কথা বলতে দেখা যায়।বেলাবো মনোহরদীর আওয়ামি লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি।যিনি নিয়মিত শ্রমিকদের বেতন দেন না, তিনি কিভাবে এমপি মনোনয়ন প্রত্যাশা করেন সেটাই বড় প্রশ্ন সচেতন মহলের!!যিনি শ্রমিকের বেতন দেন না তিনি কিভাবে জন প্রতিনিধির স্বপ্ন দেখেন??
Leave a Reply