গুপ্তচর ডেস্ক:
আগামী ১২ নভেম্বর নরসিংদীতে আসবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা(এমপি)।পলাশ উপজেলার ঘোড়াশালে সার কারখানা উদ্বোধন করবেন তিনি।তাছাড়া নরসিংদী স্টেডিয়ামে তার জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।
তার আগমনকে সফল করতে ইতিমধ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে নরসিংদী প্রশাসন।জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে প্রতিনিয়তই চলছে প্রস্তুতি সভা।
তাছাড়া নরসিংদী জজ কোর্ট প্রাঙ্গণের সকল অস্থায়ী ব্যবসায়ীদের দোকান ভেঙ্গে দেওয়া হয়েছে।নরসিংদী স্টেডিয়ামে নরসিংদী চেম্বার অব কমার্সের চলা মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা বন্ধ করে দেয়া হয়েছে।
নরসিংদীর সর্বত্র নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।একদিকে প্রধানমন্ত্রীর আগমন অন্যদিকে বিএনপি’র অবরোধ কর্মসূচিতে আইন-শৃঙ্খলা বাহিনী নির্ঘুম পরিশ্রম করে যাচ্ছেন।
ঘোড়াশালে দিনরাত টহল দিচ্ছেন পুলিশ,ডিবি,সিআইডি,পিবিআই,এসবি,,ডিজিএফআই, এনএসআই এর কর্মরত অফিসাররা।সরকারের শেষ সময়ে এই আগমন নিরাপদ করতেই নরসিংদীর আইন-শৃঙ্খলা বাহিনীর ঘুম হারাম।
Leave a Reply