গুপ্তচর ডেস্ক :
২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি এক বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে মাধবদী পৌরসভার নৌকা প্রতীক নিয়ে প্রথমবার মেয়র হন মো: মোশাররফ হোসেন। ব্যালট পেপার ছিনতাই,গায়ের জোরে ভোট মারা, গোলাগুলি, ককটেল বিস্ফোরণ, কেন্দ্র বন্ধ এমন কোন ঘটনা নেই যা এই নির্বাচনে ঘটেনি । ২০২১ সালের ১৪ মার্চ আবারো নৌকা প্রতীক নিয়ে বিতর্কিত আরেকটি নির্বাচনে দ্বিতীয় বার মেয়র হন তিনি।ঐ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে বিএনপি’র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে খালি মাঠে বিপুল ভোটের ব্যবধানে বিজয় পান তিনি।
দ্বিতীয় মেয়াদে মেয়র হওয়ার পর ক্ষমতা আর দাম্ভিকতায় তিনি হয়ে যান লাগামহীন ঘোড়ার মত। কিন্তু সেই লাগাম এবার টেনে ধরেছেন সমবায় কর্মকর্তারা এবং অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা। যেই সমবায় সমিতির (উত্তর নওপাড়া তন্তুবায় সমবায় সমিতি ) সদস্য পদ নিয়ে, তিনি নরসিংদীর তাঁতিদের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী সমবায় সমিতি সোনার বাংলা সমবায় কটন মিলস লি.এর সভাপতি হয়েছিলেন, সেই সমিতির সকল কার্যক্রম বন্ধ করেছে নরসিংদী জেলা সমবায় অফিসার। অন্যদিকে ঋণ খেলাপির দায়ে সোনালী গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সোনালী ফেব্রিক্স অ্যান্ড টেক্সটাইল মিলস লিমিটেড কে সিলগালা করেছে অগ্রণী ব্যাংক ।
একটি বিশ্বস্ত সূত্র জানায়, অগ্রণী ব্যাংক ঢাকার প্রিন্সিপাল শাখা থেকে সোনালী গ্রুপের চেয়ারম্যান হিসেবে মাধবদী পৌরসভার মেয়র মো: মোশারফ হোসেন ৬৬৮ কোটি টাকা ব্যাংক লোন গ্রহণ করেন। এই লোনের বেশিরভাগই বর্তমানে খেলাপি ঋণ হয়ে গেছে। বাকি ঋণগুলিও খেলাপি হওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে । ফলে অগ্রণী ব্যাংক অভিযান চালিয়ে এক হাজারের অধিক শ্রমিক কর্মরত সোনালী ফ্যাব্রিকস এন্ড টেক্সটাইল মিলস লিমিটেডকে সিলগালা করে দেন । শুধু তাই নয় মোশারফ হোসেন মানিকের ব্যবহৃত তিনটি দামী গাড়িও জব্দ করে নিয়ে যান তারা।
সরেজমিন মাধবদী সোনালী ফেব্রিক্স অ্যান্ড টেক্সটাইল মিলস লিমিটেডে গিয়ে দেখা যায় গেটের সামনে একজন বসে আছে। পরিচয় দিয়ে উপরে উঠতে গেলে তিনি নিষেধ করে বলেন, ম্যানেজার স্যার নিচে এসে আপনাদের সাথে কথা বলবে। এ সময় দেখা যায় গার্মেন্টস প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে বিদ্যুৎ ও গ্যাসের লাইন। প্রতিষ্ঠানটিতে কোন শ্রমিকের আনাগোনা নেই। সোয়েটার তৈরির বিল্ডিংটিতে তালাবদ্ধ। উপর থেকে একজন নিচে নেমে জানান রপ্তানি কম থাকায় প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে । কিন্তু প্রকৃত প্রস্তাবে অগ্রণী ব্যাংকের ঋণ খেলাপির দায়েই বন্ধ রয়েছে তার প্রতিষ্ঠানগুলির উৎপাদন কার্যক্রম ।
সমবায় সমিতি আইন ২০০১ সংশোধিত ২০১৩ এর ১৯ এর (১ ) ধারা অনুযায়ী ঋণ খেলাপি কোন ব্যক্তি ব্যবস্থাপনা কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারবেন না । উল্লেখ্য যে, সমবায় সমিতি আইন ২০০১ সংশোধিত ২০১৩ এর ১৯ এর (১ )(ঙ) ধারা মোতাবেক কোন ব্যক্তি সমবায় সমিতি বা কোন ব্যাংক বা কোন আর্থিক প্রতিষ্ঠানের ঋণ, অগ্রিম, গৃহীত পণ্যের মূল্য বা অন্য কোন পাওনা বা পাওনার কিস্তি পরিশোধের ক্ষেত্রে ব্যর্থ ব্যক্তি খেলাপি হিসেবে চিহ্নিত হবেন। ফলে সমবায় আইনের ধারা মোতাবেক নরসিংদীর সর্ববৃহৎ ঐতিহ্যবাহী সোনার বাংলা সমবায় কটন মিলস লি. এর সভাপতি হিসেবে মোশারফ হোসেন (মানিক) ইতিমধ্যেই অযোগ্য হয়ে গেছেন ।
এসব বিষয়ে মোঃ মোশারফ হোসেনের মোবাইলে ফোন দিয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, এই বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি নয় ।
মোঃ মোশারফ হোসেন আপন মেয়ের জামাতাকে দিয়ে মাধবদীতে চালাচ্ছেন বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড ও খুনের রাজনীতি ,,,, সে বিষয়ে বিস্তারিত আসবে তৃতীয় পর্বে ,,,, গুপ্তচরের সঙ্গে থাকুন ! !
Leave a Reply