গুপ্তচর ডেস্ক:
নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা( ডিবি)।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে থেকে নরসিংদীর ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
নরসিংদী ছাত্রদল সভাপতি নাহিদকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন ডিবি পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার। তিনি জানান, নাহিদের নামে হত্যা মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
উল্লেখ্য রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার কারাবরণ এমনকি ঘুমের স্বীকারও হয়েছিলেন এই নাহিদ।তাই তাকে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি করা হয়েছিল।
Leave a Reply