গুপ্তচর ডেস্ক:
আজ ১৬ নভেম্বর(বৃহস্পতিবার) রাত ৯ টার দিকে নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন কলেজ গেট বাঁশ বাগান এলাকার রাস্তায়, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানের তত্ত্বাবধানে শিবপুর উপজেলা, পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিছিলে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন-কিবরিয়া, সদস্য, নরসিংদী জেলা যুবদল।মহিউদ্দিন মুকুল, সিনিয়র যুগ্ম আহবায়ক শিবপুর পৌর যুবদল। শাহাদাত হোসেন রানা মৈশান, সিনিয়র যুগ্ম আহবায়ক, শিবপুর উপজেলা যুবদল। জাহাঙ্গীর হোসেন, আহ্বায়ক পদপ্রার্থী, সাধারচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। ওমর ফারুক, সাধারণ সম্পাদক পদপ্রার্থী, শিবপুর উপজেলা ছাত্রদল, রাসেল মোল্লা অংকুর, সাবেক সহ-সভাপতি, নরসিংদী জেলা ছাত্রদল। লোকমান, সভাপতি প্রার্থী, শিবপুর উপজেলা ছাত্রদলসহ প্রমুখ।
এসময় মশাল মিছিলে অংশগ্রহণকারীরা বিএনপির ডাকা অবরোধ সফল এবং খালেদা জিয়ার মুক্তি ও ভোটার বিহীন সরকারের পদত্যাগের ১ দফা দাবী জানায়।
Leave a Reply