গুপ্তচর ডেস্ক:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় পরিচয় পত্র(এনআইডি) সংশোধনের আবেদন করা যাবে।
মঙ্গলবার (৩ অক্টোবর) নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
এনআইডি অনু বিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির বলেন ,নতুন ভোটার হওয়ার সময় শেষ।তবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আগ পর্যন্ত এনআইডি সংশোধনের কার্যক্রম চলবে।
নির্বাচন কর্মকর্তারা জানান,এখন নতুন করে কেউ জাতীয় নির্বাচনের ভোটার হতে পারবেন না।তারা আবেদন করলে শুধু এনআইডি পাবেন কিন্তু ভোটার লিস্টে নাম উঠবে নির্বাচনের পরে।
ইসি সার্ভার এর সর্বশেষ হালনাগাদ অনুযায়ী বাংলাদেশের বর্তমান ভোটার সংখ্যা ১১কোটি ৯১ লক্ষ ৫১হাজার ৪৪০জন।
এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬ কোটি 4 লক্ষ ৪৫ হাজার ৭২৪ জন ।
নারী ভোটার সংখ্যা পাঁচ কোটি ৮৭ লাখ চার হাজার ৮৭৯ জন।
আর হিজড়া ভোটার 837 জন। তবে নতুন ভোটারদের সুযোগ দেওয়ায় এই সংখ্যা বাড়তে পারে।
Leave a Reply