গুপ্তচর ডেস্ক:
নরসিংদীতে বিদেশী পিস্তলসহ একজনকে গ্রেফতার করার তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার এসআই (নি:)মো:আ: গাফফার (পিপিএম- বার )। গ্রেফতারকৃত ওই আসামির নাম লিমন (২৬) সে সাটিরপাড়ার হানিফ মিয়ার ছেলে।
জানা যায়, ২৮/০৯/২০২৪ খ্রিষ্টাব্দ ধারা ৪৪৮/ ৩০২/ ৩৪ / ১১৪ এজাহারনামীয় পলাতক আসামী লিমন কে ধরতে এসআই মো: আব্দুল গাফফারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার্স ফোর্স নিয়ে নরসিংদী মডেল থানা অন্তর্গত দত্তপাড়া নতুন লঞ্চঘাট নদীর পাড় অভিযান চালিয়ে তাকে ১ নভেম্বর রোজ শুক্রবার রাত সাড়ে আটটায় গ্রেফতার করা হয়। এই আসামির বিরুদ্ধে পূর্বেও খুন,ডাকাতি, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে।
তাকে গ্রেফতার করে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসা বাদ করলে তার কথা মত অভিযান চালিয়ে নরসিংদী মডেল থানাধীন দক্ষিণ সাটিরপাড়া জাঙ্গালিয়া পাড়া সাকিনস্থ (মগারবাড়ি ) জৈনিক খোরশেদ আলমের মালিকানাধীন দ্বিতীয় তলা বাড়ির নিচতলায় পরিত্যক্ত রুমে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply