গুপ্তচর ডেস্ক:
নরসিংদী প্রেস ক্লাব কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এর জন্য নির্বাচন পরিচালনা কমিটি ও আপীল কমিটি গঠন করা হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারীকে আহবায়ক করে গঠিত ৫ সদস্য বিশিষ্ট এ নির্বাচন পরিচালনা কমিটিতে রয়েছেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন, নরসিংদী সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী কালেক্টরেট এর সিনিয়র সহকারী কমিশনার ইফফাত আরা জামান উর্মি এবং সদস্য সচিব নরসিংদী জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম।
এছাড়াও আপীল কমিটির আহবায়ক হয়েছেন স্থানীয় সরকার উপ পরিচালক মৌসুমি সরকার রাখী। সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোস্তফা মনোয়ার।
উল্লেখ্য : নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি M H Rahman Habib মোঃ হাবিবুর রহমানের পরামর্শে সাধারণ সম্পাদক Md. Humayun Kabir Shah মোঃ হুমায়ূন কবির শাহ এর আবেদনের প্রেক্ষিতে নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ড. বদিউল আলম মহোদয় এ কমিটি গঠন করেছেন।আগামী মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Leave a Reply