গুপ্তচর ডেস্ক:
বাংলাদেশীদের জন্য নতুন সুখবর নিয়ে আসলো সৌদি আরব। এখন থেকে পবিত্র ওমরাহ পালন করতে ভিসা লাগবে না। সাউদিয়া এয়ারলাইন্সের ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। বাংলাদেশের নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলা এই তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার ৩ অক্টোবর সৌদি
দূতাবাসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সৌদি ভলেন্টিয়ার প্রোগ্রাম “ইবসার”উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সৌদি আরবের রাষ্ট্রদূত এবং কিং সালমান মানবিক সহায়তা ও ত্রান কেন্দ্রের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী সুপারভাইজার জেনারেল ড.আকিল আল গামদি।
সৌদি আরবের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। তবে এক্ষেত্রে তাদের সাউদিয়া এয়ারলাইন্সের বা সে দেশের জাতীয় মালিকানাধীন বিমানের ট্রানজিটের যাত্রী হতে হবে। ট্রানজিটের যাত্রীরা ৯৬ ঘন্টার জন্যে সৌদি আরবে অবস্থান করে ওমরাহ পালন করতে পারবেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ,সেনজেনের ভিসা থাকলেও সৌদিতে ওমরাহ পালন করতে পারবেন। এছাড়া কোন এজেন্সির সহায়তা ছাড়াই নুসুক অ্যাপে নিবন্ধন করে যে কেউ ওমরাহ ভিসা করতে পারবেন।
Leave a Reply