গুপ্তচর ডেস্ক:
নরসিংদীর শিবপুর এলাকার ঢাকা-সিলেট মহা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আনিসুজ্জামান খোকন(৩৫) নামে এক মিলের কর্মচারী নিহত হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) সকালে নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়ক এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর পৌনে একটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবক রায়পুরা উপজেলার শাওরাতলী গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি থার্মেক্স গ্রুপের জেনারেটর অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের দুলাভাই বোরহান উদ্দিন জানান, খোকন শিবপুর উপজেলার কাদের মোল্লা মিলে জেনারেটর অপারেটর হিসেবে কাজ করতেন। সকালে বাসা থেকে মোটরবাইক
চালিয়ে মিলে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মুঠোফোনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগতও করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
Leave a Reply