নিজস্ব প্রতিবেদক :
বাংলার মাটিতে মানুষ আর আওয়ামী লীগের রাজনীতি দেখতে চায়না বলে মন্তব্য করেছেন নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন। আজ ১ নভেম্বর (শুক্রবার) কাঠালিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি গুম-খুন ও লুটপাটের রাজনীতি। বিগত ১৫ বছর জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গেলেও আওয়ামী লীগ বাধা দিয়েছে। নরসিংদীতে সমাবেশ করতে গেলে পুলিশ দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার হয়রানি করেছে। শেখ হাসিনা গর্ব করে বলতো শেখের বেটি পালায় না আজ তিনি পালিয়ে গেছেন ।
আওয়ামী লীগের মতো লুটপাট সন্ত্রাসী রাজনীতি বিএনপিতে চলবে না। বিএনপির রাজনীতি করতে হলে নেতাদের চেইন অফ কমান্ড মানতে হবে। যারা চেন অফ কমান্ড মানবে না তারা দল থেকে বহিষ্কার হবে । ইতিমধ্যে তারেক রহমান৫০০ এর উপর নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছেন। সুতরাং আওয়ামী লীগের রাজনীতি বিএনপিতে চলবে না। বিএনপি করতে হলে নেতাদের নির্দেশনা মানতে হবে আজ অনেকেই বিএনপি করতে দেখি, যদিও বিগত দিনে তাদের আমি দেখিনি, আপনারা আসছেন তাতে সমস্যা নাই, সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই, কিন্তু নেতার দলীয় কমান্ড মানতে হবে। এ সময় তিনি আরো বলেন, বিএনপি কে বাংলাদেশের মানুষ ৮০% ক্ষমতায় ইতিমধ্যে বসিয়েছেন। একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। কাঠালিয়ার মাটি বিএনপির দুর্গ। এখান থেকে মেম্বার ও বিপুল ভোটে পাস করে বিএনপির। তাই বিএনপি’র কর্মী সমাবেশ আজ বিশাল জনসভায় পরিণত হয়েছে। গণঅভ্যুত্থানের মধ্যে যে বর্তমান সরকার আছে সেটি আমাদের গণমানুষের সরকার। এই সরকারকে কোন অবস্থায় ব্যর্থ হতে দেওয়া চলবে না। এ সরকারের প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস বলেছেন, ফ্যাসিবাসদের বাংলাদেশে আর রাজনীতিতে পূর্ণবাসন করা হবে না। আগামী দিনের রাজনীতি হবে গণতন্ত্রের এবং মানুষের মুক্তির রাজনীতি।
এ সময় দুপুর থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল,ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলসহ সকল অঙ্গ সংগঠনের নেতারা মিছিল নিয়ে কাঠালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ করে ফেলেন। পোস্টার ব্যানারে ভরে যায় কাঠালিয়া ও আশেপাশের এলাকা। বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে নেচে বিভিন্ন স্লোগান করে নেতাকর্মীরা। এ সময় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। উক্ত কর্মী সমাবেশের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সালেহ চৌধুরী সভাপতি নরসিংদী সদর বিএনপি, মোঃ ইকবাল হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নরসিংদী সদর উপজেলা বিএনপি, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ প্রধান, আহবায়ক কাঠালিয়া ইউনিয়ন বিএনপি, এবং অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মো: ইসহাক মিয়া সদস্য সচিব কাঠালিয়া ইউনিয়ন বিএনপি। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি আব্দুর রউফ ফকির রনি, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাত মোল্লা, নরসিংদী জেলা যুবদলের সহ-সভাপতি হাসিব হায়দার সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply