1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
Title :
নরসিংদীতে তিতাস গ্যাসের মোবাইল কোর্টে জরিমানা ও ৩০০ অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ। মাধবদীর চোরা সুতার ব্যবসায়ী বিনয়, টাকা না দিয়ে হাতিয়ে নেয় ১ কোটি ২০ লাখ টাকার সম্পত্তি! নরসিংদীতে ছাত্রনেতা হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। মাধবদীতে আওয়ামী ছত্র ছায়ায় চোরাই সুতার ব্যবসা করে জিরো থেকে কোটিপতি বিনয়। শিবপুরে এনএসআই ও ডিবির যৌথ অভিযানে ভারতীয় অবৈধ মবিল সহ গ্রেফতার ১। বেলাবো -মনোহরদীর রাজনীতি নিয়ে সাবেক ছাত্রনেতা নীরুর হৃদয় স্পর্শী ফেসবুক স্ট্যাটাস। শিবপুরের ডাকাত সরদার বিদেশী অস্ত্রসহ গ্রেফতার। নরসিংদীতে আদালতের ডাকা নিলামে মারামারি, নিলাম বাতিল । বেলাবরের আট বছরের মুক্তিযোদ্ধা সহ দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতের সমনজারি। মনোহরদীতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জুয়েলের গনজোয়ার

বেলাবরের আট বছরের মুক্তিযোদ্ধা সহ দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতের সমনজারি।

  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

গুপ্তচর ডেস্ক :
নরসিংদী সিআর ১০৪১/ ২৩ মামলায় নরসিংদী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বেলাবরের আট বছরের মুক্তিযোদ্ধা সহ দুই সাংবাদিকের বিরুদ্ধে সমন জারি করেছে। মামলাটি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে  দায়ের করেন দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি  মো: শফিকুল ইসলাম সুমন। মোট পাঁচজনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। আসামিরা হলো দৈনিক বাংলাদেশ বুলেটিনের বেলাবো প্রতিনিধি ফয়সালা আহমেদ  আব্দুল্লাহ, এই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রতন, সম্পাদক আশরাফ আলী, দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক কাজী এরতেজা হাসান, ও বেলাবরের আট বছরের মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান। মামলাটি প্রথমে ডিবিকে তদন্ত দিলে শুধু ফয়সাল আহমেদ আব্দুল্লাহর বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে মামলার বাদী না রাজি দিলে পুলিশকে তদন্ত দেয়। পুলিশ সঠিক তদন্তের মাধ্যমে  তিনজন আসামির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। প্রায় এক বছর দুই মাস সংগ্রামের পর মামলার তদন্তে সন্তুষ্ট প্রকাশ করেন বাদী।মানহানি মামলায় বেলাবরের আট বছরের মুক্তিযোদ্ধা আতাউর রহমান , বাংলাদেশ বুলেটিনের বেলাব প্রতিনিধি ফয়সালা আহমেদ  আব্দুল্লাহ, এবং ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে আজ ১৫ই ডিসেম্বর রবিবার আদালত সমনজারি করেন। মামলার বাদী শফিকুল ইসলাম সুমনের পক্ষে আইনজীবী ছিলেন নরসিংদী আইনজীবী সমিতির নব নির্বাচিত সেক্রেটারি অ্যাডভোকেট এ.কে.এম ইসমাইল (নুরুন্নবী)।

মামলার প্রতিবেদনে জানা যায়,মো: শফিকুল ইসলাম সুমন নরসিংদী সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর সম্পূর্ণ করে অত্যন্ত সুনামের সাথে সাংবাদিকতা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি  বেলাবলতে আট বছরের এক মুক্তিযোদ্ধার বিষয়ে তথ্য পান। সরজমিন আরো দুই সাংবাদিককে নিয়ে আতাউর রহমানের বাড়ি ধুকুন্দী গ্রামে গিয়ে  যাচাই-বাছাই করে তিনি তার পত্রিকা দৈনিক বাংলাদেশ সমাচারে “বেলাবোতে সন্ধান মিলেছে আট বছরের এক বীর মুক্তিযোদ্ধার ” শিরোনামের দুটি সংবাদ প্রকাশ করেন। পরবর্তীতে ফয়সাল আহমেদ আব্দুল্লাহ বাংলাদেশ বুলেটিন পত্রিকার হলুদ সাংবাদিক তার বিরুদ্ধে ‘বেলাবতে চাঁদা না দেওয়াই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যাচার ” শিরোনামে এবং ভোরের পাতায় “চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ” নামে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করে। যেই সংবাদের কারণে বাদীর সামাজিক  এবং পেশাগত সুনাম নষ্ট হয়। প্রকৃত প্রস্তাবে মুক্তিযুদ্ধের সময় শেখ আতাউর রহমানের বয়স ছিল আট বছর ১১ মাস। তার সার্টিফিকেট থেকে এই তথ্যটি পাওয়া যায়।
এ বিষয়ে মো:শফিকুল ইসলাম সুমন বলেন, অসত্য এবং বাটপারি দীর্ঘদিন টিকে না। সত্য চিরদিনই সত্য। তার মুক্তিযোদ্ধা বাতিলসহ সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host