গুপ্তচর ডেস্ক:
সরকারবিরোধী আন্দোলনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি’র চতুর্থ ধাপের দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে মনোহরদীতে মশাল মিছিল হয়েছে।
আজ ১২ ই নভেম্বর(রবিবার) সন্ধ্যা ৫ঃ৪০ মিনিট থেকে প্রায় আধাঘন্টা পর্যন্ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে অবরোধের সমর্থনে মনোহরদী উপজেলা বড়চাপা ইউনিয়ের উরুলিয়া বাজারে, মনোহরদী উপজেলা যুবদলের উদ্যোগে এবং মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ এর নেতৃত্বে নরসিংদী জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এবং বেলাবো মনোহরদী থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের নির্দেশনায় এক বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়।উক্ত মশাল মিছিলে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয় বিএনপি নেতাকর্মীরা।
উক্ত মশাল মিছিলে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মনোহরদী উপজেলা শাখা।
শরিফুল ইসলাম সোহাগ, যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মনোহরদী উপজেলা শাখা।
মোঃ সালাউদ্দিন সালাম, যুগ্ম আহবায়ক, মনোহরদী পৌরসভা যুবদল। সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক, বড়চাপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। মোঃ রিপন মিয়া, যুবদল নেতা, মনোহরদী উপজেলা যুবদল প্রমুখ।
উক্ত মশাল মিছিলটি বড়চাপা ইউনিয়নের উরুলিয়া বাজারের একপাশ থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রদক্ষিণ করার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
সরকারের পতন না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়নে রাজপথে থাকবে বিএনপি নেতাকর্মীরা এমনটাই জানান তারা।
Leave a Reply