মাধবদী প্রতিনিধি:
গত ১৮নভেম্বর (শনিবার) রাত ১১:০০ টার দিকে নরসিংদীর মাধবদী থানাধীন রাইনাদি সামিট পাওয়ার স্টেশন হতে জাকিয়া কনটেক্সট লিঃ (ঢাকা-সিলেট মহাসড়ক)
পর্যন্ত বর্তমান সরকারের পদত্যাগ ও কথিত অবৈধ তফসিল বাতিলসহ ৪৮ ঘন্টা হরতাল সফল করার লক্ষ্যে নরসিংদী জেলা বিএনপির ও সহযোগী সংগঠনের (আবু সালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সদস্য সচিব নরসিংদী জেলা বিএনপি এর নির্দেশনায়) উদ্যোগে এক মশাল মিছিল (১৫/২০) অনুষ্ঠিত হয়। উক্ত মশাল মিছিলে নেতৃত্ব দেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সোলাইমান ভূঁইয়া (সাবেক কমিশনার মাধবদী পৌরসভা)
উক্ত মশাল মিছিলে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- আনোয়ার হোসেন আনু, সদস্য নরসিংদী জেলা বিএনপি।সাজোয়ার হোসেন ভূঁইয়া, আহবায়ক কাঠালিয়া ইউনিয়ন যুবদল।শেখ ফরিদ, স্কুল বিষয়ক সম্পাদক, নরসিংদী সদর থানা বিএনপি প্রমুখ।
মশাল মিছিলটি নরসিংদীর মাধবদী থানাধীন রাইনাদি সামিট পাওয়ার স্টেশন হইতে আরম্ভ হয়ে জাকিয়া কনটেক্সট লিঃ (ঢাকা-সিলেট মহাসড়ক)পর্যন্ত এসে শান্তি পূর্ণভাবে সম্পন্ন হয়।
Leave a Reply