গুপ্তচর ডেস্ক:
রায়পুরায় বিজয়ী ইউপি সদস্যের সমর্থকদের উপর পরাজিত ইউপি সদস্যের সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে।এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন।
জানা যায়,আজ ১০মার্চ (রবিবার) ১১ঃ৩০ মিনিটে নরসিংদী জেলার রায়পুরা উপজেলাধী চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বটতলী খামারপাড়া পূর্ব এলাকায় ০৯ নং ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকের বিজয়ী মেম্বার হারুন মোল্লা তার সমর্থকদের নিয়ে একটি বিজয় মিছিল বের করে। এসময় ফুটবল প্রতীকের পরাজিত মেম্বার মোঃ নোয়াব মিয়া ও তার সমর্থকরা তথা (ক) মোজাম্মেল, পিতা- মজিবুর রহমান, (খ) জামান, পিতা- মজিবুর রহমান, (গ) মিস্টার সর্ব সাং- বটতলী খামার পূর্ব, রায়পুরা, নরসিংদীসহ ২০-৩০ জনের একটি সঙ্গবদ্ধ দল দেশীয় অস্ত্র দ্বারা সজ্জিত হয়ে উক্ত বিজয় মিছিলের উপর অতর্কিতভাবে হামলা করে।
এতে উভয় পক্ষের তিনজন গুরুতর আহত হয়। আহতরা হলেন-
মুক্তার হোসেন (৩৪), পিতা- আতাউর (বিজয়ী মেম্বার হারুন মোল্লার সমর্থক)। খোরশেদ (৫০), পিতা- জহর আলী (বিজয়ী মেম্বার হারুন মোল্লার সমর্থক)।
মোঃ জামান মিয়া (২৮), পিতা- মোঃ নজিবুল্লাহ, নরসিংদী (পরাজিত মেম্বার মোঃ নোয়াব মিয়ার সমর্থক)। সর্ব সাং- বটতলী খামার, রায়পুরা, নরসিংদী।
প্রথমে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল এ প্রেরণ করা হয় বলে জানা যায়।
Leave a Reply